দেশের বাজারে উন্মুক্ত হলো ভিভোর নতুন ফোন ভি৬০ লাইট

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ১২:১৫

দেশের বাজারে উন্মুক্ত হলো ভিভোর নতুন ফোন ভি৬০ লাইট

ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে ভিভো নিয়ে এসেছে ভি সিরিজের নতুন সংযোজন ভি৬০ লাইট। থার্ড জেনারেশনের এআই অরা লাইট প্রযুক্তির সঙ্গে ফোনটি একেবারেই পারফেক্ট ইমেজ স্টুডিও হিসেবে কাজ করে।

গতকাল (৫ অক্টোবর) রাজধানীতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী তাহসান, ইনফ্লুয়েন্সার ও টেক রিভিউয়াররা। অনুষ্ঠানে প্রদর্শিত হলো ভিভো ভি৬০ লাইটের ফিচার, যা ইভেন্টটিকে আরও স্মরণীয় করে তুলেছিল। একই দিন থেকে সারাদেশে নতুন এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

ফোনটিতে রয়েছে তৃতীয় প্রজন্মের এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি, যা চলার পথে ছবিকে দ্বিগুণ উজ্জ্বল করে তোলে এবং সাধারণ ফ্ল্যাশের চেয়ে ৭৩ গুণ বেশি নরম আলো প্রদান করে। ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সনি আইএমএক্স৮৮২ সেন্সরের সমন্বয়ে প্রতিটি ছবি হয় পরিষ্কার ও নয়েস-মুক্ত। এছাড়া, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং উভয় ক্যামেরায় ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে।

ভি৬০ লাইটের এআই ইমেজ স্টুডিও ব্যবহার করে সহজেই তোলা যায় চারটি ঋতুর আবহের পোর্ট্রেট ছবি। এআই ইরেজ ৩.০ এবং এআই এনহ্যান্স প্রযুক্তি প্রতিটি ছবিকে মুহূর্তেই চমৎকার করে তোলে।

পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি অসাধারণ। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর যেকোনো মাল্টিটাস্কিং ও গেমিং এক্সপেরিয়েন্সকে স্মুথ করে তোলে। ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ৯০ওয়াট ফ্ল্যাশচার্জ দীর্ঘ সময় ফোন ব্যবহার নিশ্চিত করে। ৬.৭৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট ফ্ল্যাগশিপ স্তরের ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।

ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মি. ডেভিড লি বলেন, ‘ভিভো ভি৬০ লাইটের উন্মোচন আমাদের জন্য গর্বের। শক্তিশালী ফিচার, আভিজাত্যপূর্ণ ডিজাইন এবং উন্নত ক্যামেরার সমন্বয়ে ফোনটি আমাদের প্রিমিয়াম ইনোভেশনকে সবার নাগালে নিয়ে এসেছে।’

কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, ‘ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে আমরা এনেছি ভি৬০ লাইট, যা গ্রাহকদের ক্যামেরা, ডিজাইন এবং পারফরম্যান্সে অসাধারণ অভিজ্ঞতা দেবে।’

ফোনটি ৭.৫৯ মিমি আল্ট্রা স্লিম ডিজাইনে টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে। ফাইভজি এবং ফোরজি দুই সংস্করণে পাওয়া যাবে এটি। ১২ জিবি র‍্যামের ফাইভজি ভ্যারিয়েন্টের মূল্য ৪৩ হাজার ৯শ’ ৯৯ টাকা, আর ৮ জিবি র‍্যামের ফোরজি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪ হাজার ৯শ’ ৯৯ টাকা। ফোনে ২৫৬ জিবি রম রয়েছে, এবং কিনলে থাকছে ২ হাজার ৫শ’ টাকার সমমূল্যের গিফট প্যাক জেতার সুযোগ।