‘আইএফএ ২০২৫’-এ সেরা যত স্মার্ট হোম গ্যাজেট

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩

‘আইএফএ ২০২৫’-এ সেরা যত স্মার্ট হোম গ্যাজেট

বার্লিনের আইএফএ মেলা যেন প্রযুক্তিপ্রেমীদের জন্য এক স্বপ্নরাজ্য। এবারের আসরে ঘরে বসেই জীবনকে আরও স্মার্ট ও সহজ করে তোলার নিত্যনতুন যন্ত্রপাতি হাজির হয়েছে এক ঝাঁক বিশ্বখ্যাত ব্র্যান্ডের সৌজন্যে। নিরাপত্তা ক্যামেরা থেকে শুরু করে ফ্রিজ, এয়ার পিউরিফায়ার কিংবা রোবট ভ্যাকুয়ামে জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। শুধু সফটওয়্যার নয়, নানা উদ্ভাবনী হার্ডওয়্যারও দর্শকদের নজর কেড়েছে। চলুন দেখে নেওয়া যাক এবারের আইএফএ ২০২৫-এ কোন কোন স্মার্ট হোম পণ্য সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ল।

ইউফি মার্সওয়াকার (Eufy Marswalker)
রোবট ভ্যাকুয়াম অনেকের ঘরেই এখন পরিচিত নাম। কিন্তু বড় সীমাবদ্ধতা হলো সিঁড়ি বেয়ে ওঠা বা নামা তাদের পক্ষে সম্ভব নয়। সেই সীমাবদ্ধতাই ভাঙতে এসেছে ইউফির ‘মার্সওয়াকার’। এটি নিজে ভ্যাকুয়াম নয়, বরং ভ্যাকুয়ামের সহায়ক যন্ত্র। ইউফি রোবোভ্যাক ওমনি এস২ মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মার্সওয়াকার ভ্যাকুয়ামটিকে গিলে নেয়, তারপর সিঁড়ি বেয়ে ওপরে বা নিচে নিয়ে গিয়ে আবার ছেড়ে দেয়। ফলে এক তলা থেকে আরেক তলায় পরিষ্কারের কাজ চালিয়ে যেতে পারে আপনার রোবট ভ্যাকুয়াম। গ্রীষ্মে বাজারে আসতে চলা এই ডিভাইসটি স্মার্ট হোমের বড় একটি সীমাবদ্ধতার সমাধান এনে দেবে বলে মনে করা হচ্ছে।

গোভি পার্মানেন্ট আউটডোর লাইটস প্রিজম (Govee Permanent Outdoor Lights Prism)
শুধু বড়দিন নয়, বছরজুড়েই রঙিন আলোয় সাজাতে পারবেন ঘরের বাইরের পরিবেশ। গোভির নতুন আউটডোর লাইটস প্রিজমে রয়েছে আলাদা আলাদা রঙ পরিবর্তনশীল বাল্ব, যেগুলো একে অপরের থেকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। আগের মডেলের তুলনায় আলো আরও উজ্জ্বল, রঙ আরও নিখুঁত এবং স্থায়িত্ব অনেক বেশি। যাঁরা মৌসুমভিত্তিক সাজসজ্জা পছন্দ করেন, তাঁদের জন্য এটি হতে পারে দারুণ সংযোজন।

মিডিয়া চিল মাস্টার (Midea Chill Master)
একটি ফ্রিজ কীভাবে প্রতিদিনের ঝামেলা কমাতে পারে তার দৃষ্টান্ত মিডিয়া এনেছে চিল মাস্টারের মাধ্যমে। এর ওয়াটার ডিসপেনসারে বেছে নিতে পারবেন কিউবড আইস, ক্রাশড আইস, পানি কিংবা আইস মিশ্রিত পানি। সবচেয়ে মজার বিষয় হলো, ফ্রিজটি নিজে থেকেই গ্লাসের উচ্চতা মেপে নেয় এবং মুখ নামিয়ে নির্ভুলভাবে ভর্তি করে দেয়, কোনো ফোঁটা না গড়িয়ে। পাশাপাশি ভেতরে রাখা জগও সবসময় ঠান্ডা পানিতে ভরা থাকে। সহজ একটি উদ্ভাবনই যে জীবনকে অনেকটা আরামদায়ক করতে পারে, তারই প্রমাণ এই ফ্রিজ।

এলজি রেফ্রিজারেটর (LG Refrigerator)
এলজি এবারের মেলায় এনেছে নানা এআই-চালিত গৃহস্থালি পণ্য। এর মধ্যে সবচেয়ে নজর কেড়েছে নতুন রেফ্রিজারেটর সিরিজ। ভেতরে রাখা খাবারের ধরন শনাক্ত করে সেই অনুযায়ী কম্প্রেসরের কার্যক্রম সামঞ্জস্য করে, যাতে খাবার বেশি দিন সতেজ থাকে। পাশাপাশি এই ফ্রিজের দরজা ক্যাবিনেটের সঙ্গে একেবারে সমানভাবে বসানো যায়, তবে দরজা পুরোপুরি খোলার সুবিধাও মিলবে।

রোবোরক রকমাও (Roborock RockMow)
রোবট ভ্যাকুয়ামের জন্য পরিচিত রোবোরক এবার ঝাঁপ দিয়েছে ঘাস কাটার যন্ত্রে। তাদের রকমাও জেড১ মডেলটি ৮০ শতাংশ ঢাল বেয়ে ওঠার ক্ষমতাসম্পন্ন। চার চাকা এবং অল-হুইল ড্রাইভ প্রযুক্তির কারণে উঁচুনিচু বাগানেও অনায়াসে ঘাস কেটে ফেলতে পারবে। এআই নির্ভর ম্যাপিং সিস্টেমের কারণে এটি দ্রুত ও কার্যকরভাবে আঙিনা পরিচ্ছন্ন রাখতে পারবে। যদিও ইউরোপীয় বাজারের জন্য তৈরি, খুব শিগগিরই মার্কিন বাজারেও আসবে বলে জানিয়েছে রোবোরক।

ফিলিপস হিউ সিকিউর ভিডিও ডোরবেল (Philips Hue Secure Video Doorbell)
এবারই প্রথম ভিডিও ডোরবেল নিয়ে এসেছে ফিলিপস হিউ। ২কে ফিশআই ক্যামেরা ও দুই-দিকের কথোপকথনের সুবিধা তো আছেই, এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ২৪ ঘণ্টার ভিডিও ইতিহাস ফ্রি পাওয়া যাবে সাবস্ক্রিপশন ছাড়াই। আগামী অক্টোবরেই এটি মার্কিন বাজারে আসছে ১৬৯.৯৯ ডলার দামে। ২০২৬ সালে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফেস রিকগনিশন সুবিধাও যোগ করা হবে।

ডাইসন হাশজেট পিউরিফায়ার কমপ্যাক্ট (Dyson HushJet Purifier Compact)
ডাইসনের এয়ার পিউরিফায়ারগুলোর মধ্যে তুলনামূলক ছোট এই মডেলটি ঘরের এক কোণে সাজেয়ে রাখা যায়। নতুন নোজল প্রযুক্তির কারণে বাতাস শুদ্ধ করার সময় শব্দ অনেকটা কমে গেছে। আকারে ছোট হলেও বড় মডেলগুলোর প্রায় ৮০ শতাংশ ক্ষমতা এতে রয়েছে। চলতি মাসের শেষেই এটি যুক্তরাষ্ট্রে বাজারে আসছে ৩৪৯.৯৯ ডলারে।

আইএফএ ২০২৫ দেখাল, স্মার্ট হোমের ভবিষ্যৎ মূলত এআই-কেন্দ্রিক। একদিকে সফটওয়্যার ক্রমেই বুদ্ধিমান হচ্ছে, অন্যদিকে উদ্ভাবনী হার্ডওয়্যার বদলে দিচ্ছে প্রতিদিনের জীবনযাত্রা। সিঁড়ি বেয়ে ওঠা রোবট ভ্যাকুয়াম থেকে শুরু করে নিজে থেকে পানি ঢালা ফ্রিজ কিংবা কম শব্দের এয়ার পিউরিফায়ারসহ সব মিলিয়ে ভবিষ্যতের ঘর আরও আরামদায়ক ও স্মার্ট হতে চলেছে, সেটা বলাই যায়।

সূত্র: পিসিম্যাগ