সবচেয়ে ছোট ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আনছে স্যান্ডিস্ক
						প্রযুক্তি দুনিয়ায় আবারও চমক নিয়ে আসছে স্যান্ডিস্ক। প্রতিষ্ঠানটি বাজারে আনছে বিশ্বের সবচেয়ে ছোট ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের নতুন সংস্করণ, যাতে থাকছে ইউএসবি-সি সংযোগ। আগামীকাল (৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ড্রাইভটি উন্মোচন করবে স্যান্ডিস্ক।
সাম্প্রতিক পেপকম হলিডে স্পেকটাকুলার ২০২৫ আয়োজনে কোম্পানির এক প্রতিনিধি জানান, ড্রাইভটির আনুষ্ঠানিক নাম এখনো প্রকাশ করা হয়নি। এর আগে ২০১৮ সালের সিইএস প্রদর্শনীতে স্যান্ডিস্ক ‘আল্ট্রা ফিট’ নামে বিশ্বের সবচেয়ে ছোট ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দেখিয়েছিল। সেই সময় তারা ইউএসবি-সি সংযোগযুক্ত একটি প্রোটোটাইপও প্রদর্শন করেছিল।
নতুন এই ড্রাইভের নকশায় রয়েছে ভিন্নতা। এটি সংযোগ অংশের সঙ্গে লম্বভাবে বসে থাকে, ফলে ড্রাইভটি ল্যাপটপ, ট্যাবলেট বা স্মার্টফোনে যুক্ত অবস্থায় প্রায় অদৃশ্য মনে হয়। স্যান্ডিস্ক জানায়, ড্রাইভটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীকে বারবার খুলে নেওয়ার দরকার না হয়। এক প্রতিনিধি বলেন, ‘এটি এমন এক ড্রাইভ যা একবার লাগালে সেটিরই সঙ্গে থাকে, আলাদা করে খুলে নেওয়ার প্রয়োজন হয় না।’
সাধারণত বড় আকারের ইউএসবি ড্রাইভ লাগানো অবস্থায় থাকলে ব্যাগ বা পার্সে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু স্যান্ডিস্কের মতে, সেই ঝুঁকি এবার আর নেই। নতুন ড্রাইভের ছোট আকৃতি ও প্রায় সমান সমতল নকশা একে স্থায়ী ব্যবহারের উপযোগী করেছে।

ড্রাইভটিতে থাকবে স্যান্ডিস্কের নিজস্ব ‘মেমোরি জোন’ ব্যাকআপ সফটওয়্যার, যা ফাইল ব্যবস্থাপনায় বাড়তি সুবিধা দেবে। ইউএসবি-সি সংযোগ থাকার কারণে এটি একসঙ্গে ল্যাপটপ ও স্মার্টফোন উভয়েই ব্যবহার করা যাবে। তবে এতে ইউএসবি ৩ দশমিক ২ জেন ১ মানের ইন্টারফেস ব্যবহৃত হয়েছে, যার গতি সর্বোচ্চ ৫ গিগাবিট প্রতি সেকেন্ড-অর্থাৎ অনেক ল্যাপটপে ব্যবহৃত ১০ গিগাবিট গতির তুলনায় কিছুটা ধীর।
স্যান্ডিস্কের এই ক্ষুদ্র ড্রাইভ বাজারে পাওয়া যাবে ৬৪ গিগাবাইট থেকে শুরু করে সর্বোচ্চ ১ টেরাবাইট ধারণক্ষমতায়। যুক্তরাষ্ট্রে এর দাম শুরু হচ্ছে ১৪ দশমিক ৯৯ ডলার থেকে, আর ১ টেরাবাইট সংস্করণের দাম ১০৯ দশমিক ৯৯ ডলার। আগামী ৪ নভেম্বর ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে বিক্রি শুরু হবে নতুন এই ইউএসবি ড্রাইভের।
সূত্র : পিসিওয়ার্ল্ড