ই-ক্যাবের নতুন প্রশাসক ড. সাইফ উদ্দিন আহম্মদ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর নতুন প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফ উদ্দিন আহম্মদকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পূর্ববর্তী প্রশাসক উপসচিব মুহাম্মদ সাঈদ আলী-এর স্থলাভিক্ত হবেন।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ১৭ অনুযায়ী, একজন প্রশাসকের মেয়াদ পূর্ণ হলে তাকে অব্যাহতি দিয়ে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়। গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ সাঈদ আলী।
নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তরের বিষয় বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
২৮ সেপ্টেম্বর, রবিবার বাণিজ্য সংগঠন শাখা ২-এর মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত অফিস নোটিশে এই তথ্য জানানো হয়েছে।