অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় টেসলা সফল : ইলন মাস্ক

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১৪:১৪

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় টেসলা সফল : ইলন মাস্ক
ছবি : রোলিং স্টোন

সান ফ্রান্সিসকোতে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটে শহরের অনেক সড়ক যানজটে পরিণত হয়। এই সময় গুগলের স্বচালিত গাড়ি ওয়েমো বেশির ভাগ ক্ষেত্রে আটকা পড়ে। তবে টেসলা গাড়ি স্বাভাবিকভাবে চলতে থাকে।

টেসলার প্রধান ইলন মাস্ক এক পোস্টে জানিয়েছেন, ‘সান ফ্রান্সিসকো বিদ্যুৎ বিভ্রাটের সময় টেসলা রোবোট্যাক্সিতে কোনো প্রভাব পড়েনি।’ তিনি আরও বলেন, টেসলার এআই অভিজ্ঞতা বিশ্বের বিলিয়ন মাইলের ডেটা দিয়ে প্রশিক্ষিত, তাই এটি অপ্রত্যাশিত পরিস্থিতিতেও কার্যকরভাবে চলতে পারে। পোস্টে উল্লেখ করা হয়, ‘ওয়েমো নিয়ম ও ম্যাপের উপর বাজি ধরেছিল। টেসলা বিশৃঙ্খলার উপর বাজি ধরেছে এবং জয় পেয়েছে।’

প্রায় ১ লাখ ৩০ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিকের সাবস্টেশনের এক অংশে আগুন লেগে গুরুত্বপূর্ণ গ্রিড ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে সড়কে ব্যাপক যানজট ও ট্রাফিক সংকট সৃষ্টি হয়।

একটি পোস্টে দুইটি ভিডিও শেয়ার করা হয়। একটিতে দেখা যায় ওয়েমো গাড়ি আটকে আছে, আর অন্যটিতে টেসলা গাড়ি পূর্ণ স্বচালিত মোডে স্বাভাবিকভাবে চলতে থাকে। ভিডিওতে দেখানো হয়, বিদ্যুৎহীনতার সময়ও টেসলা গাড়ি কোনও সমস্যা ছাড়াই চলেছে।

ওয়েমো জানিয়েছে, সান ফ্রান্সিসকো বে এরিয়ায় তাদের ড্রাইভারবিহীন রাইড-হেইল সেবা পুনরায় চালু হয়েছে। ওয়েমো মুখপাত্র জানান, ‘গতকাল বিদ্যুৎ বিভ্রাট বিস্তৃত সমস্যা সৃষ্টি করেছে, ট্রাফিক সংকেত বন্ধ ও সড়কে বিশৃঙ্খলা তৈরি করেছে। তবে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের প্রযুক্তি এমন পরিস্থিতিতেও ট্রাফিকের সঙ্গে মানিয়ে চলতে পারে।’

এই ঘটনা প্রমাণ করে, বাস্তব পরিবেশে প্রশিক্ষিত এআই যানবাহন অপ্রত্যাশিত পরিস্থিতিতেও কার্যকরভাবে চলতে সক্ষম।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া