গুগল ফটোতে ছবি থেকে ভিডিও বানানো এখন আরও সহজ

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬:১৩

গুগল ফটোতে ছবি থেকে ভিডিও বানানো এখন আরও সহজ
ছবি : জিএসএম অ্যারেনা ও মাই মোবাইল ইন্ডিয়া

গুগল ফটো ব্যবহারকারীদের জন্য নতুন এক আপডেট এনেছে। এখন স্থির ছবিকেও সহজেই ছোট ভিডিওতে রূপান্তর করা যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে অডিও যুক্ত থাকবে। ব্যবহারকারীরা চাইলে লিখিত নির্দেশ দিয়ে ভিডিওর গতিবিধি, আবহ ও মুড ঠিক করতে পারবে।

গত বছরের ‘ফটো টু ভিডিও’ ফিচারটি প্রথমে প্রিসেট এফেক্টের ওপর নির্ভর করত। নতুন আপডেটে ব্যবহারকারীদের হাতে নিয়ন্ত্রণ রাখা হয়েছে। ছবি নির্বাচন করে ‘ক্রিয়েট’ বিভাগে তিনটি বিকল্প পাওয়া যাবে। প্রথমটি ব্যবহারকারীকে লিখিত নির্দেশ দিতে দেয়, কীভাবে ছবির উপাদানগুলো চলবে। দ্বিতীয়টি হালকা চলাচল যোগ করে যেমন হালকা মুখভঙ্গি বা ভঙ্গিমার পরিবর্তন। তৃতীয়টি ‘আই এম ফিলিং লাকি’ অপশন, যা স্বয়ংক্রিয়ভাবে ক্লিপ তৈরি করে।

লিখিত নির্দেশের মাধ্যমে ব্যবহারকারীরা সিনেমাটিক ক্যামেরা মুভমেন্ট, সফট ব্যাকগ্রাউন্ড মোশন বা নির্দিষ্ট আবহও ঠিক করতে পারবে। এটি ফিচারটিকে আরও নমনীয় ও ব্যবহারকারীর কল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করেছে।

গুগল জানিয়েছে, ফ্রেম পুনরায় ব্যবহার না করে নতুন ভিডিও ফ্রেম তৈরি করা হয়। অডিও স্বয়ংক্রিয়ভাবে যোগ করা হয়, ফলে ভিডিওগুলো আরও জীবন্ত ও গল্পমুখী হয়। ফিচারটি ১৮ বছরের নিচের ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ। শিক্ষানবিসদের জন্য নমুনা প্রম্পটও দেওয়া হয়েছে, যা তারা পরিবর্তন বা সম্প্রসারণ করতে পারবে।

ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা শুধু ছবি থেকে ভিডিও বানাবে না, বরং নিজেদের গল্পমুখী ক্লিপও তৈরি করতে পারবে। এটি অন্যান্য গ্যালারি অ্যাপের সাধারণ মুভমেন্ট ও ডেপথ এফেক্টের চেয়ে অনেক বেশি জীবন্ত অভিজ্ঞতা দেবে।

সূত্র : জিএসএম অ্যারেনা ও মাই মোবাইল ইন্ডিয়া 

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন