ওয়্যারলেস রাউটার আপগ্রেড করার আগে যা খুঁজবেন

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৬

ওয়্যারলেস রাউটার আপগ্রেড করার আগে যা খুঁজবেন

আপনার স্মার্ট হোম আরও নির্ভরযোগ্য ও দ্রুতগতির করার জন্য পুরোনো ওয়াই-ফাই রাউটার বদলানোর সময় এসেছে। যদি আপনার রাউটার কয়েক বছর ধরে ব্যবহার হয়ে আসে, তবে একটি নতুন মডেল কিনে সংযোগের মান উন্নত করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

নতুন রাউটার কেনার সময় একটি নতুন সার্টিফিকেশন  Wi-Fi for Matter খুঁজে দেখুন। পূর্বে আপনি হয়তো নতুন ডিভাইসের জন্য HomeKit কম্প্যাটিবিলিটি দেখতেন, এখন Matter কম্প্যাটিবিলিটি গুরুত্বপূর্ণ। Wi-Fi for Matter স্ট্যান্ডার্ড দুটি বড় সুবিধা দেয়।

প্রথমত, Matter-সার্টিফায়েড ডিভাইসের সঙ্গে সবচেয়ে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করে। দ্বিতীয়ত, এটি ব্যাটারি-চালিত ডিভাইসের জন্য পাওয়ার সেভিং ফিচার কাজে লাগাতে দেয়। উপযুক্ত রাউটারের সঙ্গে ব্যাটারি-চালিত ডিভাইস দীর্ঘ সময় ‘স্লিপ মোড’-এ যেতে পারে, এবং প্রয়োজন হলে রাউটার নিজেই সেগুলো জাগিয়ে তোলে।

Wi-Fi for Matter সার্টিফিকেশন ইতিমধ্যেই প্রবর্তিত কিছু স্ট্যান্ডার্ডও অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে Wi-Fi 6, WPA3 সিকিউরিটি, IPv4 Proxy Address Resolution Protocol (ARP), এবং IPv6 Proxy Neighbor Discovery Protocol (NDP)। অর্থাৎ নতুন রাউটার বাছাই করার সময় শুধুমাত্র একটাই লেবেল দেখলেই হবে।

Wi-Fi অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও সিইও বলেন, ‘Wi-Fi এবং Matter হলো দুইটি মূল প্রযুক্তি, যা IoT উদ্ভাবনের পরবর্তী ধাপকে এগিয়ে নিয়ে যাচ্ছে। Wi-Fi for Matter-এর মাধ্যমে আমরা আমাদের সদস্যদের এমন পণ্য দ্রুত বাজারে আনার সহায়তা করছি, যা স্কেলেবিলিটি, সরলতা এবং ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করে।’

এই স্ট্যান্ডার্ডের সঙ্গে আপনার স্মার্ট হোমের যেকোনো কম্প্যাটিবল ডিভাইস সহজে সংযুক্ত হবে। আপনার লাইট, থার্মোস্ট্যাট, সিকিউরিটি ক্যামেরা বা অন্য যেকোনো Matter-সার্টিফায়েড ডিভাইস দ্রুত ও নিরাপদে কাজ করবে।

তবে শুধুমাত্র নতুন রাউটার কেনা নয়, সার্টিফিকেশন চেক করাও সমান গুরুত্বপূর্ণ। Wi-Fi for Matter লেবেল থাকা রাউটার বেছে নিলে আপনার স্মার্ট হোম হবে দ্রুত, নিরাপদ ও শক্তিশালী।