দেখতে একরকম হলেও সব এইচডিএমআই পোর্টের কার্যকারিতা এক নয়
আধুনিক টিভি আমাদের ছবি দেখার আনন্দ অনেক বাড়িয়েছে। কিন্তু টিভির নিজস্ব স্পিকার সাধারণত বড় রুমে যথেষ্ট শব্দ দিতে পারে না। টিভি মাউন্ট করলে শব্দের অনেক অংশ আটকে যায়। তাই সাউন্ডবার বা বাহ্যিক স্পিকার ব্যবহার প্রয়োজন। তবে সব পোর্টে সংযোগ দিলে কাঙ্ক্ষিত শব্দ মান পাওয়া যায় না।
সব এইচডিএমআই পোর্ট এক নয়
টিভির পেছনে একাধিক এইচডিএমআই পোর্ট থাকে। দেখতে সব একই রকম হলেও কাজের দিক থেকে সব পোর্ট এক নয়। কিছু পোর্ট শুধুমাত্র ছবি পাঠাতে সক্ষম, আর একটি পোর্ট অডিওও পাঠাতে পারে। এটি হলো অডিও রিটার্ন চ্যানেল বা আরসি পোর্ট।

আরসি পোর্টের ব্যবহার
আরসি পোর্ট টিভি এবং সাউন্ডবার বা স্পিকারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে। ব্লুটুথ সংযোগের তুলনায় এই সরাসরি সংযোগে শব্দ মান অনেক উন্নত হয়। আরসি প্রযুক্তি ২০০৯ সাল থেকে চালু আছে এবং ব্যবহার করতে কোনো বিশেষ কেবলের প্রয়োজন হয় না।
ইআরসি পোর্ট ব্যবহার
ইআরসি বা উন্নত আরসি পোর্ট আরও উন্নত মানের অডিও পৌঁছায়। এটি বেশি ব্যান্ডউইথ ব্যবহার করে এবং দ্রুত সংযোগ দেয়। ফলে ৩২ চ্যানেল পর্যন্ত শব্দ প্রেরণ করা সম্ভব। ইআরসি পোর্ট ব্যবহার করতে হলে টিভি এবং স্পিকারের উভয় ডিভাইসে ইআরসি থাকতে হবে।
সঠিক পোর্টের গুরুত্ব
সঠিক পোর্ট ব্যবহার করলে শব্দ সরাসরি টিভি থেকে সাউন্ডবারে চলে যায়। অতিরিক্ত তারের প্রয়োজন কমে এবং একাধিক ডিভাইসের নিয়ন্ত্রণ সহজ হয়। ভুল পোর্টে সংযোগ করলে শব্দ অসংগত শোনা যায় এবং ডিভাইসের পূর্ণ ক্ষমতা কাজে আসে না।
সংযোগের আগে পোর্ট লেবেল যাচাই করুন। আরসি বা ইআরসি লেখা পোর্টে সংযোগ দিন। মানসম্মত কেবল ব্যবহার করুন। নিয়মিত পরীক্ষা করলে শব্দ মান বজায় থাকে এবং সাউন্ডবারের পূর্ণ সুবিধা পাওয়া যায়।
সূত্র : মেক ইউজ অব