হোয়াটসঅ্যাপে আসছে পরিচয় গোপন করে কথোপকথনের সুবিধা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৪৪

হোয়াটসঅ্যাপে আসছে পরিচয় গোপন করে কথোপকথনের সুবিধা

যোগাযোগের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলছে আরও শক্তিশালী গোপনীয়তার সুবিধা। ব্যবহারকারীর নাম ও নম্বর প্রকাশ না করেই চ্যাট করার সুযোগ দেবে নতুন এই ফিচার। ইতোমধ্যে বিটা সংস্করণে ফিচারটি পরীক্ষায় আছে বলে জানিয়েছে মেটা।

বিশেষজ্ঞরা বলছেন, ফিচারটি চালু হলে ব্যক্তিগত নিরাপত্তা ও অনলাইন গোপনীয়তা আগের তুলনায় আরও শক্ত ভিত্তি পাবে।

হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংসে যুক্ত হতে পারে নতুন অপশন যার নাম ‘রিজার্ভ ইউজার’। এটি চালু করলে অপর প্রান্তের ব্যক্তি ব্যবহারকারীর নাম বা মোবাইল নম্বর কোনোটিই দেখতে পারবেন না। ফলে অচেনা নম্বরের হয়রানি কমতে পারে এবং অনাকাঙ্ক্ষিত বার্তা নিয়ন্ত্রণ সহজ হবে।

ব্যবহারকারীদের আরও সুরক্ষা দিতে আসছে নতুন ইউজার নেম ফিচারও। এতে বাইরের কোনো ওয়েবসাইট বা অজানা প্ল্যাটফর্ম থেকে মেসেজ এলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। এতে ফিশিং, স্ক্যাম ও ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রশ্ন আছে, নাম ও নম্বর গোপন থাকলে নতুন কেউ যোগাযোগ করবে কীভাবে। এ ক্ষেত্রে থাকবে ইউজার নেম উইথ পিন অপশন। ব্যবহারকারী চার অঙ্কের ব্যক্তিগত পিন সেট করবেন এবং সেই পিন জানা থাকলেই কেউ তাঁকে মেসেজ পাঠাতে পারবে। ফলে যোগাযোগের নিয়ন্ত্রণ থাকবে সম্পূর্ণ ব্যবহারকারীর হাতে।

বিশেষজ্ঞদের মতে, আগামী বছরই প্রাইভেসি শিল্ড নামের এই সুরক্ষা ব্যবস্থা চালু হতে পারে। অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে বৈশ্বিক উদ্বেগের মধ্যে এমন ফিচার ব্যবহারকারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেটা বলছে, অনলাইন নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই অতিরিক্ত এই সুরক্ষা স্তর যুক্ত করা হচ্ছে।