এআই প্রযুক্তির নিয়ন্ত্রণে নতুন সমীকরণ গড়ছে মাইক্রোসফট

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১২:১২

এআই প্রযুক্তির নিয়ন্ত্রণে নতুন সমীকরণ গড়ছে মাইক্রোসফট
ছবি : রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন বার্তা দিল মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নিজস্ব এআই চিপের নতুন সংস্করণ। সঙ্গে এনেছে শক্তিশালী সফটওয়্যার টুল। লক্ষ্য পরিষ্কার। এআই বাজারের শক্তির ভারসাম্যে পরিবর্তন আনা। তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে।

রয়টার্স-এ প্রকাশিত সংবাদে বলা হয়েছে, গতকাল (সোমবার)মাইক্রোসফট তাদের দ্বিতীয় প্রজন্মের ইন-হাউস এআই চিপ ‘মাইয়া ২০০’ প্রকাশ করেছে। চলতি সপ্তাহেই এটি চালু হচ্ছে। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি ডেটা সেন্টারে প্রথম ব্যবহার শুরু হবে। এরপর অ্যারিজোনায় আরেকটি ডেটা সেন্টার যুক্ত করার পরিকল্পনা আছে। ২০২৩ সালে প্রথম প্রজন্মের মাইয়া চিপ এনেছিল মাইক্রোসফট।

নতুন এই চিপ আসছে গুরুত্বপূর্ণ সময়ে। বড় ক্লাউড সেবা প্রতিষ্ঠানগুলো এখন নিজেরাই চিপ বানাচ্ছে। মাইক্রোসফট, গুগল ও অ্যামাজন এত দিন এনভিডিয়ার বড় গ্রাহক ছিল। এখন তারাই প্রতিযোগিতায় নামছে। গুগল এআই চিপের সফটওয়্যার দিক শক্ত করছে। এতে এনভিডিয়ার সঙ্গে ব্যবধান কমছে। মেটা প্ল্যাটফর্মসও গুগলের সঙ্গে কাজ করছে।

মাইক্রোসফট জানিয়েছে, মাইয়া ২০০-এর সঙ্গে থাকবে সফটওয়্যার টুলের প্যাকেজ। এর মধ্যে ট্রাইটন অন্যতম। এটি একটি ওপেন সোর্স টুল। এতে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের বড় অবদান রয়েছে। ট্রাইটন মূলত এনভিডিয়ার কুডা সফটওয়্যারের মতো কাজ করে। বিশ্লেষকদের মতে, কুডাই এত দিন এনভিডিয়ার সবচেয়ে বড় শক্তি ছিল।

প্রযুক্তিগত দিকেও মাইয়া ২০০ উন্নত। চিপটি তৈরি হয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির থ্রি ন্যানোমিটার প্রযুক্তিতে। এতে হাই ব্যান্ডউইথ মেমোরি ব্যবহার করা হয়েছে। তবে এটি এনভিডিয়ার আসন্ন চিপের তুলনায় কিছুটা পুরোনো প্রজন্মের। তবু একটি জায়গায় মাইক্রোসফট এগিয়ে। মাইয়া ২০০-তে বড় আকারের এসআরএএম মেমোরি যুক্ত করা হয়েছে।

এই মেমোরি এআই সেবার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে চ্যাটবটের ক্ষেত্রে। একসঙ্গে অনেক ব্যবহারকারীর অনুরোধ এলে দ্রুত সাড়া দেওয়া যায়। একই কৌশল ব্যবহার করছে সেরেব্রাস সিস্টেমস। প্রতিষ্ঠানটি সম্প্রতি ওপেনএআইয়ের সঙ্গে প্রায় ১০ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। গ্রোক নামের স্টার্টআপও এই প্রযুক্তিতে জোর দিচ্ছে। এনভিডিয়া তাদের কাছ থেকে প্রযুক্তি লাইসেন্স নিয়েছে।

সব মিলিয়ে, মাইক্রোসফট এআই চিপ বাজারে নতুন চাপ তৈরি করেছে। এটি শুধু একটি পণ্যের খবর নয়। এটি এআই শক্তির মানচিত্র বদলে যাওয়ার ইঙ্গিত।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন