টিম কুকের বিদায়ের আভাস, শীঘ্রই অ্যাপলে বড় পরিবর্তন
বিশ্ব প্রযুক্তি অঙ্গনের বড় আলোচনার বিষয় এখন অ্যাপলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে। জানা গেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক আগামী বছর দায়িত্ব ছাড়তে পারেন। এতে শুরু হতে পারে অ্যাপলের নেতৃত্ব পরিবর্তনের নতুন অধ্যায়।
যুক্তরাজ্যভিত্তিক আর্থিক বিশ্লেষণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিম কুক আগামী বছরই প্রধান নির্বাহী পদ থেকে সরে দাঁড়াতে পারেন। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে উত্তরসূরি নির্বাচনের জন্য পরিকল্পনা আরও জোরদার করেছে।
টিম কুক চলতি মাসেই ৬৫ বছরে পা দিয়েছেন। তিনি ২০১১ সালে স্টিভ জবসের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ১৪ বছরের নেতৃত্বে তিনি অ্যাপলকে চার ট্রিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠানে রূপ দিয়েছেন। শুধু ফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নয় বরং পরিধানযোগ্য প্রযুক্তি ইন্টারনেটভিত্তিক সেবা ও ভার্চ্যুয়াল বাস্তবতার মতো নতুন খাতে অ্যাপলকে এগিয়ে নিয়েছেন। তার নেতৃত্বে অ্যাপলের আয় ও বাজারমূল্য দুটোই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
প্রতিবেদনে আরও বলা হয় অ্যাপলের পরিচালনা পর্ষদ ও উর্ধ্বতন কর্মকর্তারা টিম কুক পরবর্তী সময়ে কে দায়িত্ব নেবেন তা নিয়ে সক্রিয়ভাবে আলোচনা শুরু করেছেন। যদিও আগামী জানুয়ারিতে আয়ের প্রতিবেদন প্রকাশের আগে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসবে না বলে ধারণা করা হচ্ছে। তবে অভ্যন্তরীণ প্রস্তুতি আগের তুলনায় অনেক বেশি জোরদার করা হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপলের ভবিষ্যৎ নেতার সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতা মোকাবিলার বড় চ্যালেঞ্জ থাকবে। চীনসহ নানা বাজারে প্রতিযোগিতা বাড়ছে। একই সঙ্গে ব্যবহারকারীদের ইন্টারনেটভিত্তিক সেবার ওপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। তাই আগামীর নেতৃত্বকে নতুন দৃষ্টিভঙ্গিতে অ্যাপলকে এগিয়ে নিতে হবে।
টিম কুকের বিদায় সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রযুক্তিশিল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে বিষয়টি দেখা হচ্ছে। স্টিভ জবসের বিদায়ের পর এটাই হতে পারে অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব পরিবর্তন।
বিশ্লেষকদের মতে, টিম কুক দায়িত্ব ছাড়লে অ্যাপলের নতুন প্রধান নির্বাহীকে ই-প্রযুক্তি খাতে উদ্ভাবন সেবা খাতে ব্যবহারকারীর আস্থা ও বিশ্ববাজারে অ্যাপলের অবস্থান আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দিতে হবে। অ্যাপলের পরবর্তী অধ্যায় উদ্ভাবন ও পরিবর্তনের নতুন ইতিহাস লিখতে পারে বলেও মনে করা হচ্ছে।
সূত্র : ইন্ডিয়া টাইমস