বুধবার

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ


ট্রেন্ডিং

যুক্তরাষ্ট্রের সরকারি ডিভাইসে চীনা এআই মডেল ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, দুপুর ১১:২৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ব্যবস্থা সুরক্ষিত রাখতে চীনভিত্তিক নতুন এআই মডেল ডিপসিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো সরকারিভাবে সরবরাহ করা যন্ত্রপাতিতে এ মডেল ব্যবহার করা যাবে না। ডিপসিক সম্পর্কিত অ্যাপ ডাউনলোড, ওয়েবসাইট ভিজিট বা অন্য কোনো উপায়ে এর ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ব্যবস্থা সুরক্ষিত রাখতে মন্ত্রণালয়ের কর্মীরা তাদের সরকারি ডিভাইসে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ডিপসিক ব্যবহার করতে পারবেন না বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মীদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ ই-মেইল বার্তার মাধ্যমে এ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সরকারি সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে কর্মীদের পাঠানো ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়েছে, “বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ব্যবস্থা সুরক্ষিত রাখতে চীনভিত্তিক নতুন এআই মডেল ডিপসিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো সরকারিভাবে সরবরাহ করা যন্ত্রপাতিতে এ মডেল ব্যবহার করা যাবে না। ডিপসিক সম্পর্কিত অ্যাপ ডাউনলোড, ওয়েবসাইট ভিজিট বা অন্য কোনো উপায়ে এর ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।”

মার্কিন কর্মকর্তারা ও কংগ্রেসের সদস্যরা ডিপসিকের মাধ্যমে ডাটা গোপনীয়তা লঙ্ঘন ও সংবেদনশীল সরকারি তথ্যের প্রতি হুমকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। ভার্জিনিয়া, টেক্সাস ও নিউ ইয়র্কসহ বেশ কিছু রাজ্য তাদের সরকারি ডিভাইসে মডেলটির ব্যবহার নিষিদ্ধ করেছে। পাশাপাশি ২১টি রাজ্যের অ্যাটর্নি জেনারেলদের একটি জোট কংগ্রেসকে এ বিষয়ে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে।

এই নিষেধাজ্ঞার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এ নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, অন্যান্য এআই মডেলের তুলনায় ডিপসিক সাশ্রয়ী হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের বাজারে প্রভাব ফেলতে পারে বলে বিনিয়োগকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। এর ফলে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা দেয়।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর বিভিন্ন দেশের বিধিনিষেধ বাড়তে থাকায় এ ধরনের সিদ্ধান্ত প্রযুক্তি খাতে নতুন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি পঠিত হয়েছে: ৭২ বার

এ সম্পর্কিত আরও খবর