মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

যুক্তরাষ্ট্রে সংবাদের প্রধান উৎস এখন সামাজিক যোগাযোগমাধ্যম

প্রকাশ: ১৭ জুন ২০২৫, দুপুর ৪:৫৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: যুক্তরাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি সংবাদ পেয়ে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। আনস্প্ল্যাশ

জরিপের ফলাফল অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ফেসবুক, ইউটিউব বা এক্সের মতো প্ল্যাটফর্ম থেকে সংবাদ পায় ৫৪ শতাংশ মানুষ। আর টিভি থেকে ৫০ শতাংশ এবং ওয়েবসাইট বা অ্যাপ থেকে ৪৮ শতাংশ মানুষ সংবাদ পেয়ে থাকে।

টিভি চ্যানেল বা খবরের ওয়েবসাইট নয়, যুক্তরাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি সংবাদ পেয়ে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও নেটওয়ার্ক থেকে। রয়টার্স ইনস্টিটিউটের জরিপে এই তথ্য উঠে আসে।

জরিপের ফলাফল অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ফেসবুক, ইউটিউব বা এক্সের মতো প্ল্যাটফর্ম থেকে সংবাদ পায় ৫৪ শতাংশ মানুষ। আর টিভি থেকে ৫০ শতাংশ এবং ওয়েবসাইট বা অ্যাপ থেকে ৪৮ শতাংশ মানুষ সংবাদ পেয়ে থাকে।

বিবিসির প্রতিবেদন বলছে, দেশটিতে সবচেয়ে বেশি বার দেখা ব্যক্তিত্ব পডকাস্টার জো রোগান। জরিপে অংশগ্রহণকারীদের ২২ শতাংশ বলেছেন তারা গেল সপ্তাহে রোগানের মাধ্যমে সংবাদ বা মতামত পেয়েছেন। এমন ব্যক্তিত্বনির্ভর সংবাদের উত্থান প্রচলিতসংবাদমাধ্যমগুলোর জন্য বড় একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে। রাজনীতিবিদদের কেউ কেউ এখন মূলধারার সংবাদমাধ্যমের বদলে অনলাইন হোস্টদের বেশি সময় দিচ্ছেন।

জনপ্রিয় হলেও বিশ্বব্যাপী ৪৭ শতাংশ মানুষ অনলাইন ব্যক্তিত্বদের ভুয়া তথ্যের বড় উৎস বলে মনে করেন। বিশ্বের ৪৮দেশের লাখ খানেক মানুষ এই জরিপে অংশ নেন।

জরিপের প্রতিবেদনে বলা হয়, সংবাদ পাওয়ার বেলায় যুক্তরাষ্ট্রে এক্সের সবচেয়ে বড় উত্থান দেখা গেছে। ২০২২ সালে ইলন মাস্কের অধিগ্রহণের পর প্ল্যাটফর্মটিতে মার্কিন ডানপন্থী ব্যবহারকারীর সংখ্যা তিনগুণ বেড়েছে।

প্রতিবেদনের অন্যান্য উল্লেখযোগ্য দিকগুলো হলো—

  • সবচেয়ে দ্রুতবর্ধনশীল সামাজিক ও ভিডিও নেটওয়ার্ক এখন টিকটক। বিশ্বজুড়ে ১৭ শতাংশ মানুষ প্ল্যাটফর্মটি থেকে সংবাদ পান।
  • এআই চ্যাটবটের মাধ্যমে সংবাদ সংগ্রহের প্রবণতা বাড়ছে। সাধারণ জনগণের তুলনায় ২৫ বছরের কমবয়সীদের মধ্যে এটি দ্বিগুণ জনপ্রিয়।
  • তবে বেশির ভাগ মানুষ মনে করেন, এআই সংবাদের স্বচ্ছতা, নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেবে।
  • সব প্রজন্মের মানুষ এখনও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমকে বেশি মূল্য দেয়, তবে আগের মতো ঘন ঘন সেগুলো ব্যবহার করে না।

সংবাদটি পঠিত হয়েছে: ৫১ বার

এ সম্পর্কিত আরও খবর