ছবি: সংগৃহীত
আমেরিকার স্থানীয় বিভিন্ন উৎস থেকে ডাউন হওয়া অবস্থা সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করে জানা যায় শুক্রবার রাত ১০:৩৫ (ইটি) বা শনিবার ০৩৩৫ জিএমটি পর্যন্ত সমস্যার রিপোর্ট করা ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮৫ হাজার ২১ জন।
শুক্রবার রাতে হঠাৎ বন্ধ হয়ে যায় অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সেবা। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় এক লক্ষ ব্যবহারকারী নেটফ্লিক্স ব্যবহার করতে পারেননি।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, নেটফ্লিক্স সেবাটি এমন সময় ডাউন হয়, যখন দর্শকরা মাইক টাইসন এবং জেক পলের বহুল প্রতীক্ষিত বক্সিং ম্যাচ উপভোগ করছিলেন।
শনিবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ডাউনডিটেক্টর জানিয়েছে, আমেরিকার স্থানীয় বিভিন্ন উৎস থেকে ডাউন হওয়া অবস্থা সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করে জানা যায় শুক্রবার রাত ১০:৩৫ (ইটি) বা শনিবার ০৩৩৫ জিএমটি পর্যন্ত সমস্যার রিপোর্ট করা ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮৫ হাজার ২১ জন।
রয়টার্সের প্রতিবেদনে আরও জানা গেছে, সেবাটি ডাউন হওয়ার ফলে প্রধানত নিউইয়র্ক, সিয়াটল এবং লস অ্যাঞ্জেলেসসহ প্রধান মহানগর এলাকাগুলোর ব্যবহারকারীদের প্রভাবিত করেছে। তবে অন্যান্য অঞ্চল থেকেও বিচ্ছিন্নভাবে সমস্যার রিপোর্ট পাওয়া গেছে।
এদিকে ঘটনার সার্বিক পরিস্থিতি বিষয়ে রয়টার্স মতামত জানতে চাইলে কোনো মন্তব্য করেনি নেটফ্লিক্স।
জানা গেছে, এর আগেও লাইভ বা বহুল প্রতীক্ষিত ইভেন্টের সময় ব্যবহারকারী ট্র্যাফিকের সংখ্যা সার্ভারে ধারণ ক্ষমতার তুলনায় হঠাৎ বেড়ে গেলেই প্ল্যাটফর্মটি ডাউন হয়েছে। সূত্র: রয়টার্স
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...