সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


অটোমোবাইল

যুক্তরাষ্ট্রে চালকবিহীন রাইড-শেয়ারিং সেবা চালু করবে ইলন মাস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৫, বিকাল ৫:৫৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

 এ বছর ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন স্থানে এই সফটওয়্যার চালু করা হবে, তবে ২০২৬ সালের আগে সাধারণ টেসলা মালিকরা এই নেটওয়ার্কে গাড়ি যুক্ত করতে পারবেন না। মাস্ক ২০২৫ সালকে টেসলার জন্য গুরুত্বপূর্ণ বছর হিসেবে উল্লেখ করেছেন।

টেসলার প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, তার কোম্পানি আগামী জুন মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে চালকবিহীন রাইড-শেয়ারিং সেবা চালু করবে। টেসলার নিজস্ব গাড়ি ব্যবহার করে এই পরিষেবা পরিচালিত হবে, যেখানে চালক ছাড়াই স্বয়ংক্রিয় সফটওয়্যার চলবে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনের বলা হয়,  এ বছর ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন স্থানে এই সফটওয়্যার চালু করা হবে, তবে ২০২৬ সালের আগে সাধারণ টেসলা মালিকরা এই নেটওয়ার্কে গাড়ি যুক্ত করতে পারবেন না। মাস্ক ২০২৫ সালকে টেসলার জন্য গুরুত্বপূর্ণ বছর হিসেবে উল্লেখ করেছেন।

সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা এই প্রকল্প বাস্তবায়নের জন্য অস্টিন শহরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে।

মাস্ক জানান, ২০২৪ সালে টেসলা প্রথমবারের মতো এই স্বচালিত ট্যাক্সির পরিকল্পনা প্রকাশ করে। শুরুতে এটি টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তবে টেসলা কীভাবে এই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। সূত্র: টেকক্রাঞ্চ

সংবাদটি পঠিত হয়েছে: ৫৯ বার

এ সম্পর্কিত আরও খবর