১২ মিনিট আগে
২ ঘন্টা আগে
১ দিন আগে
ছবি: সংগৃহীত
খুব সহজেই এসব স্টিকার বা জিআইএফ পাঠানো যায়। তবে এ জন্য ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিতে হবে।
রমজান শুরু হলে অনেকেই প্রিয়জনদের শুভেচ্ছা জানান। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সহজেই এই শুভেচ্ছা বার্তা পাঠানো যায়। বার্তাকে আরও আকর্ষণীয় করতে বিশেষ রমজান স্টিকার বা জিআইএফ যুক্ত করতে পারেন। খুব সহজেই এসব স্টিকার বা জিআইএফ পাঠানো যায়। তবে এ জন্য ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিতে হবে।
রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে
>> অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
>> যাকে বা যে গ্রুপে স্টিকার পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।
>>এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
>> ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা স্টিকার আইকোনে ট্যাপ করুন। এটি সবচেয়ে ডানে থাকবে।
>> এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’ শব্দটি লিখুন।
>> এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো স্টিকার দেখা যাবে।
>> স্টিকারের তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের স্টিকারের ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত স্টিকারটি অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
রমজানের জিআইএফ পাঠাবেন যেভাবে
>> অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
>>যাকে বা যে গ্রুপে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।
>> এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
>>ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা জিআইএফ আইকোনে ট্যাপ করুন।
>>এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’শব্দটি লিখুন।
>>এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো জিআইএফ দেখা যাবে।
>>জিআইএফ তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের জিআইএফ–এর ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত জিআইএফ অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...