মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

যে প্রতিষ্ঠান কিনতে উঠেপড়ে লেগেছিল অ্যাপল-মেটা

প্রকাশ: ২২ জুন ২০২৫, দুপুর ১:১৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এদিকে সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, অ্যাপলও পারপ্লেক্সিটি কিনতে চেয়েছিল। আলোচনা কিছুদূর এগিয়েও ছিল। তবে সম্ভবত কোনো চুক্তির ব্যাপারে প্রতিষ্ঠান দুটি একমত হতে পারেনি বলে আলোচনা আর এগোয়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপ স্কেল এআইয়ের প্রায় অর্ধেক মালিকানা কিনে বেশ হইচই ফেলে দিয়েছে মেটা প্লাটফর্মস। তবে ১ হাজার ৪৩০ কোটি ডলারের সেই চুক্তি মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটির প্রথম পছন্দ ছিল না। তারা পারপ্লেক্সিটি এআই নামে আরেকটি এআই স্টার্টআপ কিনতে চেয়েছিল। শেষমেশ তা আর সম্ভব হয়ে ওঠেনি বলেই স্কেল এআইয়ে নজর দিয়েছে মেটা।

মেটা-পারপ্লেক্সিটির সেই সম্ভাব্য চুক্তির আলোচনায় যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি গত শুক্রবার এই তথ্য জানিয়েছে। ওই দুজনের একজন পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে বললেও অপরজন বলেছেন যে পারপ্লেক্সিটি এই চুক্তিতে সম্মত হয়নি।

এদিকে সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, অ্যাপলও পারপ্লেক্সিটি কিনতে চেয়েছিল। আলোচনা কিছুদূর এগিয়েও ছিল। তবে সম্ভবত কোনো চুক্তির ব্যাপারে প্রতিষ্ঠান দুটি একমত হতে পারেনি বলে আলোচনা আর এগোয়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় মেটার কর্মতৎপরতায় সন্তুষ্ট নন প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ওপেনআই ও গুগলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে তার আগ্রাসী মনোভাবটিই ফুটে উঠেছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় এআইয়ে মেটা বেশ পিছিয়ে পড়াটাই এর কারণ। সেই হতাশা কাটাতেই হয়তো পারপ্লেক্সিটি কিনতে চেয়েছিল মেটা।

১ হাজার ৪৩০ কোটি ডলার বিনিয়োগের বিনিময়ে স্কেল এআইয়ের ৪৯ শতাংশ মালিকানা পেয়েছে মেটা, যদিও এতে মেটার ভোট দেওয়ার ক্ষমতা থাকবে না। তা ছাড়া, স্কেল এআইয়ের প্রতিষ্ঠাতা আলেকজান্দার ওয়াং তার কিছু সহকর্মীসহ মেটায় যোগ দেবেন।

চলতি বছরের শুরুতে সেফ সুপারইনটেলিজেন্স নামে আরেকটি প্রতিষ্ঠান কেনার চেষ্টা করে মেটা। গত এপ্রিলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ধরা হয় ৩ হাজার ২০০ কোটি ডলার।

সেফ সুপারইনটেলিজেন্সের সিইও ডেনিয়েল গ্রস এবং গিটহাবের সাবেক সিইও ন্যাট ফ্রিডম্যান মেটায় যোগ দিচ্ছেন। তারা দুজনই আলেকজান্দার ওয়াংয়ের অধীনে কাজ করবেন। 

ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ‘আনক্যাপড’ নামে পডকাস্টে বলেছেন, মেটা তার প্রতিষ্ঠানের কর্মীদের দলে টানতে ১০ কোটি ডলার পর্যন্ত কেবল সাইনিং বোনাস সেধেছে। এর চেয়েও বড় অঙ্কের বার্ষিক বেতন তাদের জন্য নির্ধারণ করে।

স্যাম একই পডকাস্টে বলেছেন, “আমি শুনেছি মেটা আমাদেরকে তাদের সবচেয়ে বড় প্রতিযোগী মনে করে। এআইয়ের তাদের বর্তমান প্রচেষ্টা তাদের আশানুরূপ হয়নি। আমি তাদের আগ্রাসন এবং নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যাওয়াকে সম্মান করি।”

সংবাদটি পঠিত হয়েছে: ৪৪ বার

এ সম্পর্কিত আরও খবর