৩ ঘন্টা আগে
৭ ঘন্টা আগে
১৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের সামনে এ জাতীয় অ্যাপগুলোকে বেশ আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়। কখনও কখনও দেখা যায়-অ্যাপগুলোর বিজ্ঞাপন এমনভাবে আমাদের সামনে আসে যে, না বুঝেই তাতে ক্লিক করতে হয়। আবার এমনও হয়, বিজ্ঞাপনের কোথাও না কোথাও টাচ লাগলেই তা ইনস্টল হতে শুরু করে।
আমাদের ফোনে বিভিন্ন রকম অ্যাপ থাকে। নিত্যনতুন অ্যাপ ইনস্টলের কারণও থাকে অনেক। ইনস্টল করবোই না কেন? অ্যাপগুলো আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয়, তাতে এগুলো ইনস্টল করাই স্বাভাবিক। অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে ২০ লক্ষ অ্যাপ। গুগল প্লে স্টোরের ক্ষেত্রে সংখ্যাটা ৩০ লক্ষ। কিন্তু এই সব অফিসিয়াল স্টোর থেকে ডাউনলোড করার অর্থই যে আপনি ‘সেফ’ তা কিন্তু নয়।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের সামনে এ জাতীয় অ্যাপগুলোকে বেশ আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়। কখনও কখনও দেখা যায়-অ্যাপগুলোর বিজ্ঞাপন এমনভাবে আমাদের সামনে আসে যে, না বুঝেই তাতে ক্লিক করতে হয়। আবার এমনও হয়, বিজ্ঞাপনের কোথাও না কোথাও টাচ লাগলেই তা ইনস্টল হতে শুরু করে।
চোখকান খোলা না রাখলে কিন্তু তা বিপদকে আমন্ত্রণ জানানোরই শামিল। জানা যাচ্ছে গবেষকরা অনেকগুলো অ্যাপই খুঁজে পেয়েছেন যারা জনপ্রিয়
অ্যাপগুলোর নকল করে প্রস্তুত রয়েছে আপনাকে বোকা বানাতে। জেনে নিয়ে সতর্ক হোন।
যে অ্যাগগুলো আমাদের বিপদে ফেলে তার মধ্যথেকে ২০টিরও বেশি অ্যাপের খোঁজ ইতোমধ্যে মিলেছে। তবে যেহেতু এখনও খোঁজ চলছে তাই সংখ্যাটা বাড়তেই পারে। আসুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়-প্যানকেক সোয়্যাপ, সুয়েত ওয়ালেট, হাইপারলিকুইড, রেইডিয়া, বুলএক্স ক্রিপ্টো, ওপেনওসিয়ান এক্সচেঞ্জ, মিটিওরা এক্সচেঞ্জ, সুশিসোয়্যাপ ইত্যাদি।
প্রসঙ্গত, এই ধরনের অ্যাপগুলো আদৌ নিরাপদ নয়। সবদিক খতিয়ে না দেখে এই ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভালো। আর যদি ইতোমধ্যে এই ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন, সাবধান! এক্ষুনি সেগুলি ডিলিট করে দিন। অন্যথায় বিপদে পড়তে পারেন যেকোনো সময়। এদিকে গবেষকরা অন্য অ্যাপগুলো খতিয়ে দেখছেন। হয়তো এই তালিকা অদূর ভবিষ্যতে আরো লম্বা হতে পারে।
‘ডান্স অফ দ্য হিলারি’ নামে একটি লিঙ্ক হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে পাঠানো হচ্ছিল বলে খবর। ওই লিঙ্ক নাকি পাঠাচ্ছিল পাকিস্তান। সাইবার হানার উদ্দেশ্যে এই ভাইরাস মোবাইলে ছড়ানো হচ্ছে বলে মনে করা হচ্ছিল। এই খবর সামনে আসার পর থেকে সাইবার হানার আতঙ্ক ছড়ায়। অবশ্য সাইবার বিশেষজ্ঞরা এই ধরনের লিঙ্কের কোনও অস্তিত্ব এখনও পাননি। এমনকী এই নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন তারা।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...