ছবি: সংগৃহীত
ওপেনএআই ছাড়ার সিদ্ধান্ত নেয়া আমার জন্য অত্যন্ত কঠিন ছিল। আমরা যা অর্জন করেছি তা দেখে, আমি সেফটি সিস্টেম টিমের সবার প্রতি গর্বিত ও অত্যন্ত নিশ্চিত যে টিমটি ভবিষ্যতেও সফলতা বজার রাখবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ওপেনএআইয়ের প্রধান সুরক্ষা গবেষক লিলিয়ান ওয়েং কোম্পানি ছাড়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার এক্সে পোস্ট করে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
আগস্ট থেকে তিনি ওপেনএআইয়ের গবেষণা ও সুরক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সেফটি সিস্টেম টিমের প্রধান ছিলেন।
পোস্টে লিলিয়ান ওয়েং বলেন, ‘ওপেনএআইয়ে সাত বছর কাজ করার পর আমি এখন বিশ্রাম নিয়ে নতুন কিছু করার চেষ্টা করতে প্রস্তুত।’ তিনি ১৫ নভেম্বর পর্যন্ত কোম্পানিতে আছেন, তবে এরপর কোথায় যাচ্ছেন, তা স্পষ্ট করেননি।’
ওয়েং আরো লিখেছেন, ‘ওপেনএআই ছাড়ার সিদ্ধান্ত নেয়া আমার জন্য অত্যন্ত কঠিন ছিল। আমরা যা অর্জন করেছি তা দেখে, আমি সেফটি সিস্টেম টিমের সবার প্রতি গর্বিত ও অত্যন্ত নিশ্চিত যে টিমটি ভবিষ্যতেও সফলতা বজার রাখবে।’
গত এক বছরে বেশ কয়েকজন এআই সুরক্ষাবিষয়ক গবেষক, নীতি বিশেষজ্ঞ ও অন্য নির্বাহীরা ওপেনএআই থেকে পদত্যাগ করেছেন। তাদের মধ্যে অনেকের অভিযোগ ছিল, কোম্পানিটি এআইয়ের নিরাপত্তার চেয়ে পণ্যের বাণিজ্যিক লাভের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে আছেন ইলিয়া সুটস্কেভার ও জ্যান লেইকে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি প্রধান প্রযুক্তি কর্মকর্তা মিরা মুরাতি কোম্পানিটি ছাড়ার ঘোষণা দেন। ওপেনএআইয়ে সাড়ে ছয় বছর দায়িত্ব পালনের পর এ সিদ্ধান্ত নেন মিরা।
ওই সময় তিনি বলেন, ‘আমি পদত্যাগ করছি, কারণ আমি নিজস্ব অনুসন্ধানের জন্য সময় ও জায়গা তৈরি করতে চাই।’
অন্যদিকে মুরাতি তার প্রস্থানের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর একই দিন কোম্পানির চিফ রিসার্চ অফিসার বব ম্যাকগ্রু ও রিসার্চ ভিপি ব্যারেট জোফও তাদের পদত্যাগের কথা জানান।
লিলিয়ান ওয়েংয়ের লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১৮ সালে ওপেনএআইয়ে যোগ দেন। রুবিকস কিউব সমাধান করতে সক্ষম এমন একটি রোবট হাত তৈরির টিমে কাজ করেছিলেন ওয়েং।
তাঁর পোস্ট অনুযায়ী, এ কাজ সম্পন্ন করতে দুই বছর সময় লেগেছিল।
২০২১ সালে ওয়েং ওপেনএআইয়ের অ্যাপ্লাইড এআই গবেষণা টিম তৈরিতে সহায়তা করেন। চ্যাটজিপিটি ফোর উন্মোচনের পর ২০২৩ সালে তাঁকে একটি নিরাপত্তা বা সেফটি সিস্টেম তৈরির নিবেদিত টিম গঠনের দায়িত্ব দেয়া হয়।
তাঁর পোস্ট অনুযায়ী, ওপেনএআইয়ের নিরাপত্তা সিস্টেম টিমে ৮০ জনের বেশি বিজ্ঞানী, গবেষক ও নীতি বিশেষজ্ঞ রয়েছেন। সূত্র: টেকক্রাঞ্চ।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...