১৫ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
এআই সুরক্ষা আইন পাস করার একেবারে দ্বারপ্রান্তে ক্যালিফোর্নিয়া, যেটির বিরুদ্ধে অবস্থান করে আসছিল ওপেনএআইয়ের মতো টেক জায়ান্টরা।
আইনি বাধ্যবাধকতা আরোপ করে এআই চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। কাউন্সিল অব ইউরোপের তথ্য অনুসারে, এ চুক্তির লক্ষ্য, এআই ব্যবহারের ক্ষেত্রে সেটি মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সে বিষয়টি নিশ্চিত করা।
ফ্রেমওয়ার্ক কনভেনশন অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামের এ চুক্তিতে বিভিন্ন এআই ব্যবস্থার জন্য কিছু গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরা হয়েছে। যেমন-ব্যবহারকারীর ডেটা সুরক্ষা, আইনকে সম্মান জানানো ও নিজেদের কার্যক্রম স্বচ্ছ রাখা। যেসব দেশ এ চুক্তিতে স্বাক্ষর করে, তাদের অবশ্যই বিভিন্ন উপযুক্ত আইনি, প্রশাসনিক ও অন্যান্য ব্যবস্থা নিতে বা বজায় রাখতে হয়, যেখানে এই কাঠামোর প্রতিফলন ঘটে।
২০১৯ সাল থেকেই এই চুক্তিটি নিয়ে কাজ চলছে। এতে এরইমধ্যে স্বাক্ষর করেছে অ্যান্ডোরা, জর্জিয়া, আইসল্যান্ড, নরওয়ে, রিপাবলিক অব মলডোভা, স্যান মারিনো এবং ইসরায়েল।
গত কয়েক মাসে এআই সুরক্ষা নিয়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হয়েছে, তবে এর সিংহভাগ ক্ষেত্রেই স্বাক্ষরদাতাদের চুক্তিভঙ্গের বিপরীতে ব্যবস্থা নেওয়ার কোনো নিয়ম নেই।
এদিকে, এআই সুরক্ষা আইন পাস করার একেবারে দ্বারপ্রান্তে ক্যালিফোর্নিয়া, যেটির বিরুদ্ধে অবস্থান করে আসছিল ওপেনএআইয়ের মতো টেক জায়ান্টরা। সূত্র: কাউন্সিল অব ইউরোপ।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...