১৫ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
১৫ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
টেনেট মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ তারা অর্থের বিনিময়ে আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে রাজনৈতিক বিভাজনমূলক কনটেন্ট তৈরি ও প্রচারের পরিকল্পনা করছিলো।
আমেরিকার ডানপন্থী মিডিয়া প্রতিষ্ঠান টেনেট মিডিয়ার চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব। পাশাপাশি টেনেট-এর মালিক লরেন চেন-পরিচালিত আরও চারটি চ্যানেলও বন্ধ করার কথা জানিয়েছে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।
টেনেট মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ তারা অর্থের বিনিময়ে আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে রাজনৈতিক বিভাজনমূলক কনটেন্ট তৈরি ও প্রচারের পরিকল্পনা করছিলো।
বুধবার আমেরিকার আইন বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরটি-এর দু’জন কর্মীর বিরুদ্ধে অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, তারা দেশটির আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে উদ্দেশ্যমূলক কনটেন্ট তৈরি ও প্রচারের জন্য আমেরিকার একটি প্রতিষ্ঠানটি নিয়োগ দিতে যাচ্ছিলো।
অর্থ পাচারের অভিযোগের বিষয়ে আইন বিভাগের কর্মকর্তারা বলেছেন যে, আরটি-এর এই দু’জন কর্মী আমেরিকার রাজনৈতিক বিভাজনকে প্রসারিত করার উদ্দেশ্যে অনলাইন ভিডিও তৈরি করতে টেনেসি অঙ্গরাজ্যের একটি প্রতিষ্ঠানকে ১০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করে ভুয়া কোম্পানি (শেল কোম্পানি) এবং জাল পরিচয়ের আশ্রয় নিয়েছিলো।
আইন বিভাগের করা অভিযোগে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা না হলেও, আদালতে জমা দেওয়া দস্তাবেজ ও বিশদ বিবরণ মিলে যায় টেনেট মিডিয়ার সাথে। ন্যাশভিল-ভিত্তিক টেনেট মিডিয়া এক বছরেরও কম সময়ের মধ্যে প্রায় ২০০০ ভিডিও পোস্ট করেছে নিজেদের চ্যানেলে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি এখনও পর্যন্ত ইউটিউবে নিজেদের চ্যানেল বন্ধ হওয়া প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, কানাডার রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ও ইউটিউব ব্যক্তিত্ব লরেন চেন তাঁর স্বামী লিয়াম ডনোভান-কে নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠা করেন টেনেট মিডিয়া। প্রতিষ্ঠার পর থেকেই ডানপন্থী রাজনীতির প্রচার-প্রচারণামূলক বিভিন্ন কনটেন্ট প্রকাশিত হতে থাকে টেনেট মিডিয়ার ইউটিউব চ্যানেলটিতে। তথ্যসূত্র: রয়টার্স
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...