১৬ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
২০০৮ সালে ইয়ামাহার এফজেডএস ভার্সন ১ দেশের বাজারে আসে। ডিজাইন ও আকর্ষণীয় সুবিধার কারণে বাইকচালকদের কাছে এটি জনপ্রিয়তা পায়। ভার্সন-২-এও চালকদের আগ্রহ থাকায় গত বছর এফজেডএস ভি-৩ জনপ্রিয়তা পায়। আন্তর্জাতিক বাজারে গত মে মাসে এফজেডএস ভি-৪.০ ছাড়া হয়।
জাপানি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহার জনপ্রিয় মডেলের মোটরবাইক এফজেডএসের সর্বশেষ সংস্করণ এফজেডএস ভি-৪.০ দেশের বাজারে নিয়ে এসেছে ইয়ামাহা বাংলাদেশ।
মাঝারি বাজেটে কমিউটার বাইকের এই মডেলে মিলবে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিআই) ও একক চ্যানেলের অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে বাইকটি বিক্রির জন্য অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান এইশিন চিহানা, এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ ইয়ামাহা ও এসিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০০৮ সালে ইয়ামাহার এফজেডএস ভার্সন ১ দেশের বাজারে আসে। ডিজাইন ও আকর্ষণীয় সুবিধার কারণে বাইকচালকদের কাছে এটি জনপ্রিয়তা পায়। ভার্সন-২-এও চালকদের আগ্রহ থাকায় গত বছর এফজেডএস ভি-৩ জনপ্রিয়তা পায়। আন্তর্জাতিক বাজারে গত মে মাসে এফজেডএস ভি-৪.০ ছাড়া হয়।
১৪৯ সিসির ব্লুকোর সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকে বিএস৬-এর ভার্সন-২ ব্যবহার করা হয়েছে। ৭২৫০ আরপিএমে ১২.২ বিএইচপি ও ৫৫০০ আরপিএমে বাইকটির সর্বোচ্চ টর্ক ১৩.৩ নিউটন মিটার (এনএম)।
বাইকটির স্ট্রোক ও বোর যথাক্রমে ৫৭.৯ ও ৫৭.৩ মিলিমিটার। ফুয়েল ইনজেকশন (এফআই) সংস্করণে বাইকটি প্রতি লিটার জ্বালানি খরচ করে ৪৮ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এতে ৫ গতির গিয়ার ও ১৩ লিটার জ্বালানি ধারণক্ষমতা রয়েছে।
এফজেডএস ভি-৪-এ সাতটি ধাপে সমন্বয়যোগ্য মনোক্রস সাসপেনশন, সামনে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, ১৭ ইঞ্চি চাকা, দুই চাকাতেই ডিস্কব্রেক ও ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন যুক্ত করার জন্য ইয়ামাহার নিজস্ব অ্যাপ রয়েছে।
অ্যাপের মাধ্যমে নতুন এই মডেলে কল বা এসএমএস অ্যালার্ট ও নেভিগেশন সুবিধা মিলবে। বাইকটির ওজন ১৩৬ কেজি। পজিশন ল্যাম্পসহ ক্লাস ডি হেডলাইট, ডিজিটাল স্পিডোমিটার ও এলইডি ইন্ডিকেটর বাতি বাইকটির সৌন্দর্য বাড়িয়েছে।
নতুন এই বাইকটিতে দুই রঙের গ্রাফিকস ব্যবহার করা হয়েছে। সোনালি ও নীল রঙে সাজানো হয়েছে বাইকটির চাকার রিম। প্রতিটি বাইকের রঙের সঙ্গে এফজেডএস ভার্সন ফোর স্টিকারে ভিন্নতা রয়েছে। এফজেডএস ভি-৪ ফোর প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১১৫ কিলোমিটার বেগে ছুটতে পারে।
এফজেডএস ভি-৪-এর দাম ২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। ছয়টি রঙে দেশের বাজারে বাইকটি পাওয়া যাবে। অনলাইনে আগাম ফরমায়েশ দিয়ে গ্রাহকেরা বাইকটি কিনতে পারবেন। অনলাইন বুকিংয়ে মিলবে ডিসকাউন্ট।
প্রসঙ্গত, এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। ২০১৬ সালে বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা এসিআই মোটরসের সঙ্গে নতুনভাবে বাংলাদেশে যাত্রা করে।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...