মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

ভোলায় ইনফিনিক্স মোবাইল বিস্ফোরণে তানভীর হোসেন আহত

প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৫, দুপুর ৩:৪৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

অগ্নিদগ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরফ্যাশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন ওই যুবক।

ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ভোলার তানভীর হোসেন নামের এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। 

জানা গেছে,  রবিবার (১২ জানুয়ারি) প্রাইভেট পড়ে বাইকে বাসায় ফেরার পথে প্যান্টের পকেটে থাকা Infinix Note 50 Pro মোবাইলটি বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে যুবকের শরীরে আগুন ধরে যায়।

অগ্নিদগ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরফ্যাশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন ওই যুবক।

এ ঘটনায় আহত তানভীরের বড় ভাই মোহাম্মদ ইউসুফ জানান, পকেটে থাকা মোবাইল বিস্ফোরণ হয়ে আজকে আমার ভাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তার পায়ের কিছু অংশ পুড়ে গেছে। এটা কি স্মার্টফোন নাকি টাইম বোমা? আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

তানভীরের বন্ধু তারেক বলেন, মোবাইল বিস্ফোরণের ঘটনা আগে বাহিরের দেশে শোনা যেত। এখন আমাদের দেশেই ঘটলো। এখন তো মোবাইল পকেটে রাখতেও ভয় লাগছে। একটা অজানা আতঙ্ক ঘিরে রাখছে।

এই ঘটনা সম্পর্কে  ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইফতেখার উদ্দিন সানি বলেন, মোবাইল বিস্ফোরণের ঘটনাটি জানতে পেরেছি। কেনো এমনটা হলো, সেটা এখন বলা যাচ্ছে না।  

সংবাদটি পঠিত হয়েছে: ৪৭১ বার