মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

ভিভোর নতুন এই ফোন কম সময়ে ফুল চার্জ হয়

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, বিকাল ৫:৪৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ফটোগ্রাফির জন্য এই মডেল আদর্শ। এতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। পেছনে ৫০ মেগাপিক্সেলের আইএমএক্স ৮৮২ প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর ডেপথ সেন্সর ২ মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি ৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা এআই-পাওয়ার্ড এনহান্সমেন্টসহ কাজ করে।

নতুন ফাস্ট চার্জিং ফিচারের অনবদ্য এক ফোন আনল ভিভো। যার মডেল ভিভো ওয়াই৩০০। এটি একটি ৫জি স্মার্টফোন। এতে হালনাগাদ প্রসেসর দেওয়া হয়েছে। ৮ জিবি র‌্যামে হ্যান্ডসেটটি কেনা যাবে।

ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। তে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেনারেশন ২ মডেলের চিপসেট দেওয়া হয়েছে। ডিভাইসটি কেনা যাবে ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে। দুই ভার্সনের র‌্যাম ৮ জিবির।  

ভিভো ওয়াই ৩০০ ৫জি মডেল কেনা যাবে তিনটি রঙে। এগুলো হলো- এমেরাল্ড গ্রিন, ফ্যান্টম পার্পল, এবং টাইটানিয়াম সিলভার।

ফটোগ্রাফির জন্য এই মডেল আদর্শ। এতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। পেছনে ৫০ মেগাপিক্সেলের আইএমএক্স ৮৮২ প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর ডেপথ সেন্সর ২ মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি ৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা এআই-পাওয়ার্ড এনহান্সমেন্টসহ কাজ করে। এই স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলো ভিভো ওয়াই ৩০০ মডেলকে প্রিমিয়াম ডিভাইসের মর্যাদা দিয়েছে।

হ্যান্ডসেটটির ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট উন্নত। দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা  ৮০ ওয়াট তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, একেবারে শূন্য থেকে মাত্র আধ ঘণ্টায় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ উঠবে এতে। এছাড়াও ডুয়াল স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ধুলা ও পানির ছিটা লাগলেও সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। কেননা ভিভোর এই ফোনটি আইপি ৬৪ রেটিংপ্রাপ্ত।

সংবাদটি পঠিত হয়েছে: ৩১ বার

এ সম্পর্কিত আরও খবর