১ ঘন্টা আগে
৩ ঘন্টা আগে
১ দিন আগে
ছবি: সংগৃহীত
এআই মডেলটির নাম ‘মিউজ’, যা নিনজা থিওরি নামের একটি ডেভেলপারের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। নিনজা থিওরি মাইক্রোসফটের এক্সবক্স গেম স্টুডিওসের অধীনে কাজ করে।
ভিডিওগেমপ্রেমীদের জন্য একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এটি ভিডিওগেমের ভিজ্যুয়াল ও কর্মক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে তৈরি করতে সাহায্য করবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এআই মডেলটির নাম ‘মিউজ’, যা নিনজা থিওরি নামের একটি ডেভেলপারের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। নিনজা থিওরি মাইক্রোসফটের এক্সবক্স গেম স্টুডিওসের অধীনে কাজ করে।
প্রতিবেদনে আরও বলা হয়, গেম তৈরি করতে প্রচুর টাকা খরচ হয়। তাই মাইক্রোসফট এআই ব্যবহার করে খরচ কমাতে চাইছে। এদিকে, অনেক গেমার নতুন গেমের বদলে পুরোনো জনপ্রিয় গেমগুলো বেশি খেলছেন।
মাইক্রোসফটের গেমিং এআই বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফাতিমা কার্দার বলেছেন, ‘আমরা মিউজ ব্যবহার করে এমন একটি এআই মডেল তৈরি করছি, যা বাস্তবসম্মত এবং রিয়েল-টাইমে কাজ করবে। ভবিষ্যতে এটি গেমার ও গেম নির্মাতাদের সাহায্য করবে।’ সূত্র: রয়টার্স।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...