হোয়াটসঅ্যাপ গ্রুপের নতুন নিয়মে দেখা যাবে যোগদানের আগের বার্তা
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে বার্তা শেয়ারের একদম নতুন নিয়ম। এখন গ্রুপে নতুন সদস্য যোগ হলে আগের আলোচনা সহজেই দেখা যাবে।
নতুন ফিচারে গ্রুপে কাউকে যুক্ত করার সময় ব্যবহারকারী চাইলে সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে পাঠানো ১০০টি বার্তা পর্যন্ত শেয়ার করতে পারবেন। চাইলে কম সংখ্যক বার্তাও বেছে নেওয়া যাবে। শেয়ার করা বার্তাগুলো নতুন সদস্যের কাছে আলাদা রঙে দেখা যাবে, যাতে সহজেই বোঝা যায় কোনগুলো আগের আলোচনা।
এই ভিডিওতে জানবেন-
- নতুন নিয়ম কীভাবে কাজ করবে
- কত দিনের ও কতটি বার্তা শেয়ার করা যাবে
- প্রাইভেসি ও এনক্রিপশন থাকবে কিনা
- কবে সবার জন্য ফিচারটি আসতে পারে