ফেসবুক-ইনস্টাগ্রামে কিশোরদের এআই ব্যবহার বন্ধ
ফেসবুক ও ইনস্টাগ্রামসহ মেটার সব অ্যাপে কিশোরদের জন্য থাকা এআই চরিত্রের ব্যবহার সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। শিশু ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মেটা।
নতুন ও নিরাপদ সংস্করণ চালু না হওয়া পর্যন্ত কিশোররা আর এআই চরিত্র ব্যবহার করতে পারবে না। ভবিষ্যতে অভিভাবক নিয়ন্ত্রণ, বয়সভিত্তিক সীমা এবং পিজি-১৩ মানদণ্ড অনুযায়ী এআই অভিজ্ঞতা চালু করার পরিকল্পনা রয়েছে।