ছবি: সংগৃহীত
এ উদ্যোগের লক্ষ্য একটি এআই তৈরি করা, যা সরাসরি ব্যবহারকারীর কম্পিউটার ও ওয়েব ব্রাউজারের সঙ্গে কাজ করতে পারবে। ফলে অনলাইন ব্রাউজিং অনেক বেশি স্বয়ংক্রিয় ও সহজ হবে।
অ্যালফাবেট ইনকরপোরেটেড প্রতিষ্ঠান সার্চ জায়ান্ট গুগল নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি করছে, যা গবেষণা ও কেনাকাটার মতো কাজগুলো সম্পূর্ণ করার জন্য ওয়েব ব্রাউজার নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ ইন্টারনেট ব্রাউজ করার সময় এআই ব্যবহারকারীকে সহায়তা করতে পারবে।
গুগল বলছে, এ উদ্যোগের লক্ষ্য একটি এআই তৈরি করা, যা সরাসরি ব্যবহারকারীর কম্পিউটার ও ওয়েব ব্রাউজারের সঙ্গে কাজ করতে পারবে। ফলে অনলাইন ব্রাউজিং অনেক বেশি স্বয়ংক্রিয় ও সহজ হবে।
গুগল আগামী ডিসেম্বরে নতুন জেমিনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে প্রজেক্ট জার্ভিস নামে একটি পণ্যের প্রদর্শন করার পরিকল্পনা করেছে। পণ্যটি সম্পর্কে জানে, এমন কিছু সূত্র গত শনিবার রয়টার্সকে এসব তথ্য জানায়।
গত জুলাইয়ে রয়টার্স জানিয়েছে, মাইক্রোসফট সমর্থিত এআই গবেষণা প্রতিষ্ঠান ওপেনআইয়েরও লক্ষ্য এমন মডেল তৈরি করা, যা স্বাধীনভাবে ওয়েব ব্রাউজ করে গবেষণা করতে পারে। এ লক্ষ্যে তারা একটি ‘সিইউএ’ বা কম্পিউটার ব্যবহারকারী এজেন্ট ব্যবহার করার পরিকল্পনা করছে। আরেক এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক ও গুগল এমন সফটওয়্যারের ওপর কাজ করছে, যা বর্তমান এআই এজেন্টগুলোর চেয়ে আরো এগিয়ে যাবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। সূত্র: দ্য রয়টার্স।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...