শনিবার

ঢাকা, ৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ


অটোমোবাইল

উড়ন্ত ট্যাক্সি: দেড় ঘণ্টার পথ ৫ মিনিটে পৌঁছে দেবে

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, দুপুর ২:৫৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

 আপাতত এই এয়ার ট্যাক্সিটি বেঙ্গালুরুর শহরের প্রধান প্রধান জায়গা থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে বলে জানা গেছে। এর ফলে মানুষের যাতায়াতের সময় অনেকটা বাঁচবে। কারণ এই এয়ার ট্যাক্সি হেলিকপ্টারের মতো আকাশে উড়বে। আর সব থেকে বড় কথা হলো- এটির ব্যবহারের মাধ্যমে পরিবেশে কোনো দূষণ ঘটবে না।

আধা ঘণ্টার হাঁটার পথ গাড়িতে পাড়ি দিতে ঘণ্টা পার হয়ে যায় জ্যামের কারণে- এমন পরিস্থিতির সম্মুখীন অনেকেই হয়েছেন। এবার সেই ভোগান্তি থেকে স্বস্তি দিতে ভারতে আসছে উড়ন্ত ট্যাক্সি।

সরলা এভিয়েশন ও বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এই বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি লঞ্চ করতে যাচ্ছে।

চালু হলে আপাতত এই এয়ার ট্যাক্সিটি বেঙ্গালুরুর শহরের প্রধান প্রধান জায়গা থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে বলে জানা গেছে।

এর ফলে মানুষের যাতায়াতের সময় অনেকটা বাঁচবে। কারণ এই এয়ার ট্যাক্সি হেলিকপ্টারের মতো আকাশে উড়বে। আর সব থেকে বড় কথা হলো- এটির ব্যবহারের মাধ্যমে পরিবেশে কোনো দূষণ ঘটবে না।

সংবাদটি পঠিত হয়েছে: ৭৫ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

নজরকাড়া স্পোর্টস বাইক আনছে হিরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪