ছবি: সংগৃহীত
প্রথম ২০ জন বিজয়ী প্রত্যেকে পাবেন স্পিডের পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইয়ারবাড। আর অবশিষ্ট ২০ জন বিজয়ীর প্রত্যেকে পাবেন ২৪ পিস করে স্পিড জিঞ্জার অথবা স্পিড গ্রিন অ্যাপেল ক্যান।
তরুণদের সৃষ্টিশীল দক্ষতাকে অনুপ্রাণিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘স্পিড রিলস চ্যালেঞ্জ’ শুরু করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোমল পানীয় ব্র্যান্ড ‘স্পিড’।
আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতিযোগিতাটি চলবে ‘স্পিড’-এর পরিবারে সংযোজিত নতুন দুই সদস্য স্পিড জিঞ্জার ও স্পিড গ্রিন অ্যাপেল ক্যানের সৌজন্যে।
প্রথম ২০ জন বিজয়ী প্রত্যেকে পাবেন স্পিডের পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইয়ারবাড। আর অবশিষ্ট ২০ জন বিজয়ীর প্রত্যেকে পাবেন ২৪ পিস করে স্পিড জিঞ্জার অথবা স্পিড গ্রিন অ্যাপেল ক্যান।
প্রযোগিতা বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘স্পিড’ সবসময়ই তার ভোক্তাদের নতুন নতুন পণ্য ও সেবার অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর।
তারই ধারাবাহিকতায় স্পিড লঞ্চ করেছে নতুন এ দুই ভ্যারিয়েন্ট স্পিড জিঞ্জার ও গ্রিন অ্যাপেল, যা ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আর তরুণ এ গ্রাহকদের সৃষ্টিশীল কাজের স্বীকৃতি দিতে এবার আমরা নিয়ে এসেছি ‘স্পিড রিলস চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন। আমরা আশা করছি, এ ক্যাম্পেইনটি ‘স্পিড’-এর সব তরুণ ভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। ভোক্তাদের জন্য আমাদের এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিযোগিতার নিয়মানুযায়ী, স্পিড জিঞ্জার অথবা স্পিড গ্রিন অ্যাপেল ক্যান নিয়ে #SpeedReelsChallenge #SpeedGreenApple #SpeedGinger-এ হ্যাশট্যাগ ব্যাবহার করে রিলসগুলো প্রকাশ করতে হবে প্রতিযোগীদের। এক্ষেত্রে স্পিড বাংলাদেশের ক্যাম্পেইন এনাউন্সমেন্ট পোস্টের কমেন্ট বক্সে অংশগ্রহণকারীকে নিজের প্রোফাইলে আপলোড করা রিলসের লিংক শেয়ার করতে হবে।
নিয়ম অনুযায়ী, একজন অংশগ্রহণকারী একাধিক রিলস আপলোড করতে পারবেন। এরপ স্পিড বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে এবং বিজয়ী ঘোষণার পরে সাতদিনের মধ্যে বিজয়ীদের মোবাইল নম্বর, বিস্তারিত ঠিকানা স্পিড বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/speed.BD.AFBL) ইনবক্স করতে হবে। অন্যথায় বিজয়ী পুরস্কার গ্রহণের সুযোগ হারাবেন।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...