মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


টেলিকম

ট্রাম্প কি তবে মুঠোফোন ব্যবসায়ে নামছেন?

প্রকাশ: ১৬ জুন ২০২৫, বিকাল ৫:২৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: ট্রাম্পের ট্রেডমার্ক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডিটিটিএম অপারেশনস যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক কার্যালয়ে আবেদন করেছে

ট্রাম্পের ট্রেডমার্ক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ডিটিটিএম অপারেশনস এলএলসি টেলিযোগাযোগ সেবা, মুঠোফোন এবং মুঠোফোন অনুষঙ্গে ‘ট্রাম্প’ ও ‘টি১’ শব্দগুলো ব্যবহারের জন্য আবেদন করেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত মোবাইল নেটওয়ার্ক ব্যবস্যায়ে নামছেন। হয়তো নিজ নামে মুঠোফোন তৈরিও করবেন। ট্রাম্পের ট্রেডমার্ক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ডিটিটিএম অপারেশনস এলএলসি টেলিযোগাযোগ সেবা, মুঠোফোন এবং মুঠোফোন অনুষঙ্গে ‘ট্রাম্প’ ও ‘টি১’ শব্দগুলো ব্যবহারের জন্য আবেদন করেছে।

যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক কার্যালয়ে গত বৃহস্পতিবার জমা দেওয়া আবেদনে তারহীন মুঠোফোন যোগাযোগ সেবা, মুঠোফোন, মুঠোফোনের কেস ও চার্জার এবং সেগুলো বিক্রির জন্য খুচরা দোকানের উল্লেখ করা হয়।

অবশ্য ট্রেডমার্কের জন্য আবেদন করলেই বলা যায় না ট্রাম্প মোবাইল নেটওয়ার্ক বা মুঠোফোন ব্যবসায়ে নামতে যাচ্ছেন। তবে এটা একটা ইঙ্গিত তো বটেই। বিশেষ করে, আবেদনে সুনির্দিষ্ট পণ্য ও সেবার উল্লেখ থাকায় সেগুলো বাজারে আনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে শুক্রবার এক ব্লগ পোস্টে উল্লেখ করেছেন মার্কিন পেটেন্ট অ্যাটর্নি জোশ গারবেন। তা ছাড়া, আবেদনের অংশ হিসেবে ট্রাম্পের পক্ষে একজন আইনজীবীকে তো ‘পণ্যগুলো বাজারে আনার অকৃত্রিম ইচ্ছা’ নিশ্চিত করে নথিতে সইও করতে হবে।

অবশ্য ট্রাম্প মোবাইল নেটওয়ার্ক সেবা চালু করলে সেটার ঝক্কিও কম না। মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা টি-মোবাইল যেমন এখানে আপত্তি জানাতে পারে। কারণ ‘টি১’ নামে একটি ট্রেডমার্ক তাদের আগে থেকেই আছে। তার চেয়েও বড় প্রশ্ন, দেশের প্রেসিডেন্টের মালিকানায় থাকা নেটওয়ার্ক সেবা কীভাবে নিয়ন্ত্রণ করবেন দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান?

সূত্র: দ্য ভার্জ

সংবাদটি পঠিত হয়েছে: ৯৯ বার

এ সম্পর্কিত আরও খবর