মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


সফটওয়্যার

টপিকভিত্তিক কাস্টম ফিড যুক্ত হচ্ছে থ্রেডসে

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, দুপুর ৩:০৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের একটি নতুন ও কাস্টমাইজড অভিজ্ঞতা দেবে, যা সাধারণ ফিডের থেকে আলাদা হবে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী, যেমন স্কিণকেয়ারসহ অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে ফিড তৈরি করতে পারবেন।

ব্লুস্কাই ও থ্রেডসের মধ্যে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করতে মেটা থ্রেডসে নতুন নতুন ফিচার যুক্ত করছে। এর মধ্যে ব্লুস্কাইয়ের কাস্টম ফিড ফিচারের মতো একটি ফিচারও অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। মেটা বর্তমানে টপিকভিত্তিক ফিড তৈরি এবং তা ব্যবস্থাপনার জন্য কাজ করছে।

এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের একটি নতুন ও কাস্টমাইজড অভিজ্ঞতা দেবে, যা সাধারণ ফিডের থেকে আলাদা হবে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী, যেমন স্কিণকেয়ারসহ অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে ফিড তৈরি করতে পারবেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্দিষ্ট টপিকের ওপর ভিত্তি করে ফিড তৈরি করার পর, ব্যবহারকারীরা তাদের ইচ্ছেমতো নির্দিষ্ট চ্যানেল বা প্রোফাইল যোগ করতে পারবেন, যেগুলোর কনটেন্ট তাদের ফিডে দেখানো হবে।

জানা গেছে, অ্যাপে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১২৮টি কাস্টম ফিড যুক্ত করতে পারবেন, যদিও এটি বর্তমানে পরীক্ষামূলক স্তরে রয়েছে।

মেটার এক প্রতিনিধি জানিয়েছেন, এই ফিচারটি এখনও সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়নি।

এটি ব্লুস্কাইয়ের কাস্টম ফিড ফিচারের অনুরূপ, যা গত বছর চালু করা হয়েছিল। সূূত্র: এনগ্যাজেট।

সংবাদটি পঠিত হয়েছে: ৫৮ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

আসছে ফেসবুক মেসেঞ্জারে নতুন ফিচার

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪
Card image

নতুন সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪
Card image

ক্রোমকে নিয়ে গুগলের নতুন পরিকল্পনা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪