মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

তিন ভাঁজ করা যাবে টেকনোর এই ফোন

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ২:৩১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এক ভাঁজ স্ক্রীন কীবোর্ড হিসেবে এবং অন্যটি ডিসপ্লে হিসেবে ব্যবহার করার সুযোগ দেবে। এই ট্রাই-ফোল্ড ফোনের মাধ্যমে একসাথে একাধিক অ্যাপ্লিকেশন চালানো সম্ভব হবে।

উদ্ভাবনের ধারাবাহিকতায় তিন ভাঁজের মুঠোফোন দেখালো টেকনো। আধুনিক বেশ কিছু ফিচার এবং প্রযুক্তি যুক্ত হয়েছে ফ্যান্টম আলটিমেট ২ নামের একটি কনসেপ্ট ডিভাইসে। ফোনটি ভাঁজ করে একটি স্ক্রিন কীবোর্ড (ল্যাপটপ মোড) হিসেবে ব্যবহার করা যাবে।

এছাড়াও যোগাযোগের ক্ষেত্রে টেন্ট মোডে ডুয়াল-স্ক্রিন (রিয়েল-টাইম এআই অনুবাদ সুবিধাসহ) এবং মাল্টি-টাস্কাররা (একসাথে অনেক কাজ করতে ভালবাসেন এমন ব্যবহারকারী) মাল্টি-উইন্ডো মোডে একসাথে অনেকগুলো কাজ, যেমন-মেসেজিং, ব্রাউজিং এবং গেমিং করতে পারবেন এই কনসেপ্ট ফোনে। তবে এ জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক মাস। কেননা ফোনটি বাজারে মিলবে আগামী মাস নাগাদ।

জানাগেছে, ফোনটির ৬.৪৮ ইঞ্চির আউটার স্ক্রীনটি ইনার ডিসপ্লের মতো করে ১০-ইঞ্চি পর্যন্ত প্রসারিত করা যাবে (পুরোপুরি খোলা অবস্থায়)। এছাড়া, এই ফোনে থাকছে ১,৬২০ x ২,৮৮০ পিক্সেল এবং ৪:৩ অনুপাতের রেজোলিউশন সহ থ্রিকে এলটিপিও ওলেড প্যানেল স্ক্রীন।

এই কনসেপ্ট ফোনের সবচেয়ে আলোটিত বিষয় এর বড় স্ক্রীন। এতো ঢাউস স্ক্রীন থাকা সত্ত্বেও ডিভাইসটি একদম পাতলা এবং হালকা। এর পুরুত্ব মাত্র ১১ মিলিমিটার।

ডিভাইসটির ব্যাটারি কভারে ব্যবহার করা হয়েছে টাইটান অ্যাডভান্সড ফাইবার উপাদান; যার ফলে এর পুরুত্ব (থিকনেস) মাত্র ০.২৫ মিলিমিটার।  

টেকনো জানিয়েছে, এই ডিভাইসের উদ্ভাবনী ডুয়াল-হিঞ্জ মেকানিজম ব্যবহারকারীদের স্ক্রিন ক্রিজিংয়ের চাপ কমাতে সহায়ক এবং তিন লক্ষ বার হিঞ্জ পরীক্ষা করা হয়েছে ল্যাবে। এই ধরনের উন্নত প্রযুক্তির কারণে, ব্যবহারকারীরা চমত্কার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

এই ডিভাইসের শক্তিশালী এবং ফ্লেক্সিবল হিঞ্জের সাহায্যে ডিভাইসটি টেন্ট মোড (মুখোমুখি কথোপকথন) এবং ল্যাপটপ-স্টাইল সেটআপ সহ বিভিন্ন মোডে ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন।

অপরদিকে ওলেড টাচ এবং ডিসপ্লে ড্রাইভার ইন্টিগ্রেশন (টিডিডিআই) প্রযুক্তির সাহায্যে ফ্যান্টম আলটিমেট ২ ডিভাইসে ডিসপ্লে ড্রাইভার এবং টাচ সেন্সরকে একটি চিপে একীভূত করায় ফোল্ডেবল ডিভাইসটিতে স্ক্রিন নিজের ইচ্ছেমতো নাড়াচাড়া (হোভারিং) করা যাবে।

এই সেটআপে এক ভাঁজ স্ক্রীন কীবোর্ড হিসেবে এবং অন্যটি ডিসপ্লে হিসেবে ব্যবহার করার সুযোগ দেবে। এই ট্রাই-ফোল্ড ফোনের মাধ্যমে একসাথে একাধিক অ্যাপ্লিকেশন চালানো সম্ভব হবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৮ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

ইউগ্রিন রোবোটিক মোবাইলফোন চার্জার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪