মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

টিকটকসহ চীনের অ্যাপ ব্যবহারে তথ্য চুরির শঙ্কা

প্রকাশ: ৬ জুলাই ২০২৫, রাত ৯:৪০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বিশ্বের অনেকগুলো দেশে চীনা তৈরি অ্যাপ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ করার পরও তাইওয়ানের এই সতর্কতা জারি করা হলো। ২০২০ সালের জুন মাসে ভারতের জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে অন্তত ১শ’টি অ্যাপ নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিলো। ২০২৪ সালের নভেম্বর মাসে কানাডা তাদের দেশে টিকটক এর কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়।

কিছুদিন পর পরই চীনের প্রতি তথ্য চুরির অভিযোগ উঠে।এবারও এমন অভিযোগ থেকে রেহাই পায়নি দেশটি। তবে, এ অভিযোগ দেশের প্রতি নয়; অভিযোগ হলো চীনের ডেভেলপ করা বিভিন্ন অ্যাপের প্রতি। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপ্রিয় অ্যাপ- রেডনোট, টিকটক, উইবো, উইচ্যাট বাইদু ক্লাউড ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সরাসরি বেহাত হতে পারে বলে সতর্ক করেছে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরো(এনএসবি)। সংস্থাটি বলছে, চীনের তৈরি ওই অ্যাপগুলো যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি তথ্য সংগ্রহ করছে।শুধু তথ্য সংগ্রহই নয়, এই তথ্য আবার পাঠিয়ে দিচ্ছে চীনের সার্ভারে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে সংস্থাটি।

সংস্থাটি এক বিবৃতির মাধ্যমে জানায়, চীনা ওই অ্যাপগুলো তাদের অনুমতির সীমা অতিক্রম করে ব্যবহারকারীর ফোন থেকে ব্যক্তিগত তথ্য, অবস্থান, কন্টাক্ট তালিকা, স্ক্রিনশটসহ ডিভাইসে ইনস্টল করা অন্য অ্যাপ থেকেও তথ্য হাতিয়ে নিচ্ছে। এখানেই শেষ নয়, এসব তথ্য নিয়মিত চীনের সার্ভারে পাঠায়।

নিরাপত্তা ব্যুরো জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণে প্রতিটি অ্যাপকে পাঁচটি শ্রেণিতে ভাগ করে ১৫টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে রেডনোট ১৫টি সূচকেই গোপনীয়তা লঙ্ঘনের প্রমাণ দিয়েছে। উইবো ও টিকটক ১৩টি, উইচ্যাট ১০টি এবং বাইদু ক্লাউড ৯টি সূচকে অনিয়ম করেছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে।

তাইওয়ানের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, চীনা আইনের আওতায় এসব কোম্পানিকে ব্যবহারকারীর তথ্য সরকারকে সরবরাহ করতে বাধ্য করা হয়। ফলে অ্যাপ ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের নজরে চলে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। এনএসবির পক্ষ থেকে তাই নাগরিকদের এসব অ্যাপ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বিশ্বের অনেকগুলো দেশে চীনা তৈরি অ্যাপ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ করার পরও তাইওয়ানের এই সতর্কতা জারি করা হলো। ২০২০ সালের জুন মাসে ভারতের জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে অন্তত ১শ’টি অ্যাপ নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিলো। ২০২৪ সালের নভেম্বর মাসে কানাডা তাদের দেশে টিকটক এর কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। গত সপ্তাহে জার্মানির তথ্য সুরক্ষা অথোরিটি অ্যাপল এবং গুগলকে তাদের নিজ নিজ অ্যাপ স্টোর থেকে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই)ও চ্যাটবট সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছে।জার্মানি ডাটা সুরক্ষা কর্তৃপক্ষ চীনের তৈরি অ্যাপগুলোর বিরুদ্ধে তথ্য বেআইনি ব্যবহারের অভিযোগ এনেছে।

সূত্র : দ্য হ্যাকার নিউজ ও হিন্দুস্তান টাইমস

সংবাদটি পঠিত হয়েছে: ৪০ বার

এ সম্পর্কিত আরও খবর