শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


সফটওয়্যার

টিকটককে টেক্কা দিবে ইনস্টাগ্রামের রিলস

প্রকাশ: ১ মার্চ ২০২৫, দুপুর ৩:৫৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

জানুয়ারিতে নতুন একটি ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’-এর ঘোষণা দেয় মেটা। প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তকে বাইটড্যান্সের মালিকানাধীন এডিটিং অ্যাপ ‘ক্যাপকাট’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নেয়া হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেড মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ফিচার ‘রিলস’। এ ফিচারকে স্বতন্ত্র অ্যাপ হিসেবে চালুর কথা বিবেচনা করছে ইনস্টাগ্রাম। কারণ যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ভবিষ্যৎ অনিশ্চিত।

সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণে রিলসকে টিকটকের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে মেটা, যাতে ব্যবহারকারীরা সহজেই স্থানান্তর হতে পারেন। এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি গত সপ্তাহে কর্মীদের রিলসকে একটি স্বতন্ত্র অ্যাপ হিসেবে চালু করার সম্ভাবনা সম্পর্কে জানান। সংশ্লিষ্ট এক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রযুক্তিকেন্দ্রিক ব্যবসায়িক প্রকাশনা দ্য ইনফরমেশন এসব তথ্য প্রকাশ করেছে। তবে এ বিষয়ে বিবিসি জানতে চাইলে কোনো মন্তব্য করেনি মেটা।

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ওপর নজরদারির অভিযোগে গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আইনের মাধ্যমে টিকটক দেশটিতে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আইনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারির মধ্যে প্লাটফর্মটি বিক্রি করতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করা হবে। নিষেধাজ্ঞা এড়াতে আইনি লড়াই চালিয়ে যায় টিকটক। তবে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে ৭৫ দিনের সময়সীমা বাড়িয়ে দেন। এ সময়ের মধ্যে মালিকানা পরিবর্তন করতে হবে।

ট্রাম্প সে সময় টিকটককে একটি যৌথ উদ্যোগ হিসেবে পরিচালনা করার প্রস্তাব দিয়েছিলেন, যেখানে অর্ধেক মালিকানা থাকবে যুক্তরাষ্ট্রের ও বাকি অর্ধেক থাকবে এর প্রধান কোম্পানি চীনের বাইটড্যান্সের। তবে কীভাবে এটি কার্যকর হবে, তা ব্যাখ্যা করেননি তিনি।

জানুয়ারিতে নতুন একটি ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’-এর ঘোষণা দেয় মেটা। প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তকে বাইটড্যান্সের মালিকানাধীন এডিটিং অ্যাপ ‘ক্যাপকাট’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নেয়া হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

২০১৮ সালে টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ‘ল্যাসো’ নামে ভিডিও শেয়ারিং অ্যাপ চালু করেছিল মেটা। তবে অ্যাপটি জনপ্রিয়তা পায়নি। তাই কোম্পানিটি পরে এটি বন্ধ করে দেয়। সূত্র: বিবিসি।

সংবাদটি পঠিত হয়েছে: ৬২ বার

এ সম্পর্কিত আরও খবর