বুধবার

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ


সফটওয়্যার

টিকটকের নতুন প্ল্যাটফর্ম ‘টিকটক ফর আর্টিস্টস’: শিল্পীদের জন্য নতুন সুযোগ

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, দুপুর ৪:৪৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

টিকটক অনেকদিন ধরেই গান জনপ্রিয় করার একটি বড় মাধ্যম হিসেবে কাজ করছে। অনেক নতুন শিল্পীর গান টিকটকের মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তাই শিল্পীদের জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম তৈরি করাকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

শিল্পীরা যাতে সহজে তাঁদের নতুন গান প্রচার করতে পারেন এবং ভক্তদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রাখতে পারেন, সে জন্য নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে টিকটক। এই প্ল্যাটফর্মের নাম ‘টিকটক ফর আর্টিস্টস’।

টিকটক অনেকদিন ধরেই গান জনপ্রিয় করার একটি বড় মাধ্যম হিসেবে কাজ করছে। অনেক নতুন শিল্পীর গান টিকটকের মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তাই শিল্পীদের জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম তৈরি করাকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

এই প্ল্যাটফর্মে কী সুবিধা থাকবে?
   >>নতুন গান প্রচারণার সুযোগ: গান প্রকাশের আগে শিল্পীরা বিশেষভাবে গান প্রচার করতে পারবেন।

   >>ভক্তদের প্রি-সেভ সুবিধা: ভক্তরা গান প্রকাশের আগেই সেটি স্পটিফাই বা অ্যাপল মিউজিকে সংরক্ষণ (প্রি-সেভ) করে রাখতে পারবেন।

   >>গান কোন দেশে জনপ্রিয় তা জানা যাবে: শিল্পীরা দেখতে পারবেন তাঁদের গান কোন কোন দেশে বেশি সাড়া ফেলেছে।

   >>বিভিন্ন পণ্যের প্রচার: শিল্পীরা চাইলে নিজেদের ভক্তদের কাছে পণ্য প্রচারও করতে পারবেন।

‘ফ্যান স্পটলাইট’ নামের বিশেষ ফিচার
এই নতুন প্ল্যাটফর্মের বেটা সংস্করণে (পরীক্ষামূলক ভার্সনে) একটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে, যার নাম ‘মিউজিক ট্যাব ফ্যান স্পটলাইট’। এখানে ভক্তদের বানানো বিশেষ ভিডিও শিল্পীদের প্রোফাইলে দেখা যাবে। ফলে ভক্তরা আরও সরাসরি যুক্ত হতে পারবেন তাঁদের প্রিয় শিল্পীর সঙ্গে।

এই মুহূর্তে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়ায়। পরে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি চালু করার পরিকল্পনা রয়েছে। সূত্র: টেকক্রাঞ্চ, মিউজিক অ্যালাই

সংবাদটি পঠিত হয়েছে: ১০৩ বার

এ সম্পর্কিত আরও খবর