১৭ ঘন্টা আগে
১৮ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
‘আমি টিকটক কেনার জন্য উৎসাহী নই। সাধারণত আমি কোম্পানি কিনি না, এটি খুবই বিরল ঘটনা।’ মাস্ক ব্যাখ্যা করেন যে, টুইটার (বর্তমানে ‘এক্স’) কেনার সিদ্ধান্ত ছিল ব্যতিক্রমী।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক স্পষ্টভাবে জানিয়েছেন, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ও স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্লাটফর্ম টিকটক কেনার তার কোনো পরিকল্পনা ছিল না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলে যুক্তরাষ্ট্রে টিকটককে নিষিদ্ধের হাত থেকে বাঁচিয়েছেন। তবে তিনি সব সময়ই চেয়েছেন এই চীনা উদ্যোগটির মালিকানা যেনো মার্কিনদের হাতেই রাখা হয়। এরই প্রেক্ষিতে ধারণা করা হচ্ছিল, ট্রাম্পের সহযোগী ইলন মাস্ক এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনবেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান মিডিয়া প্রতিষ্ঠান অ্যাক্সেল স্প্রিঙ্গার এসই-এর অংশ দ্য ওয়েল্ট গ্রুপ একটি সম্মেলন আয়োজন করেছিল, যেখানে ইলন মাস্ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। তিনি সেখানে জানান, ‘আমি টিকটক কিনতে কোনো প্রস্তাব দিইনি।’
মাস্কের এই মন্তব্য সেই সময় আসে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যদি মাস্ক চান, তাহলে তিনি টিকটক কিনতে পারেন।’
মাস্ক আরও জানান, ‘আমার টিকটক কেনার কোনো পরিকল্পনা নেই। যদি এটি আমি কিনিও, আমি কী করব সে সম্পর্কে বিশেষ কোনো ধারণা নেই।’
তিনি বলেন, ‘আমি টিকটক কেনার জন্য উৎসাহী নই। সাধারণত আমি কোম্পানি কিনি না, এটি খুবই বিরল ঘটনা।’ মাস্ক ব্যাখ্যা করেন যে, টুইটার (বর্তমানে ‘এক্স’) কেনার সিদ্ধান্ত ছিল ব্যতিক্রমী।
তার ভাষায়, ‘আমি সাধারণত নতুন কোম্পানি গড়ে তুলি।’
এদিকে, রিপাবলিকান প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যাতে টিকটকের নিষেধাজ্ঞা বিলম্বিত করা হয়, যদিও এটি ১৯ জানুয়ারি কার্যকর হওয়ার কথা ছিল।
আইনপ্রণেতারা আশঙ্কা করছেন, চীনা মালিকানাধীন বাইটড্যান্সের এই কোম্পানি
চীনা মালিকানাধীন বাইটড্যান্সেকে জানুয়ারির মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করতে বলা হয়েছিল, অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। আইনপ্রণেতারা আশঙ্কা করছেন, চীন সরকার টিকটকের মার্কিন ব্যবহারকারীদের ডাটা আদায় করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে, টিকটক স্পষ্ট করেছে যে, তারা কখনোই ব্যবহারকারীদের ডাটা শেয়ার করেনি এবং ভবিষ্যতেও করবে না।
প্রতিবেদনে জানানো হয়, অ্যাপল ও গুগল এখনও তাদের অ্যাপ স্টোরে টিকটক পুনর্বহাল করেনি, কারণ যুক্তরাষ্ট্রের নতুন আইন কার্যকর হয়েছে।
শুক্রবার টিকটক জানায়, তারা মার্কিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিজেদের ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড এবং সংযুক্ত করার সুযোগ দিচ্ছে, যাতে দেশটিতে আরোপিত বিধিনিষেধ এড়ানো যায়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি টিকটকের ক্রয় নিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন এবং চলতি মাসেই এর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের প্রায় ১৭০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।
‘এই সপ্তাহে প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যাতে এক বছরের মধ্যে একটি সার্বভৌম সম্পদ তহবিল গঠনের পরিকল্পনা করা হয়েছে, যা সম্ভাব্যভাবে টিকটক কিনতে পারে।’
বাইটড্যান্স আগেই জানিয়েছে, ‘তাদের টিকটক বিক্রির কোনো পরিকল্পনা নেই।’
সম্প্রতি, ট্রাম্প বলেছেন, ‘টিকটকের জন্য আমার মনে এক বিশেষ জায়গা রয়েছে।’ তিনি দাবি করেছেন, এই অ্যাপটি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তরুণ ভোটারদের তার পক্ষে আনার জন্য সাহায্য করেছে।’
এ প্রসঙ্গে বাইটড্যান্স এবং টিকটক অফিসিয়াল মন্তব্যের জন্য কোনো সাড়া দেয়নি। সূত্র: রয়টার্স।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...