শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

টিকটক বিক্রি করতে আমরা চারটি ভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা করছি : ট্রাম্প

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, দুপুর ১২:৩৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

১৯ জানুয়ারি একটি আইন কার্যকর হয় যেখানে বলা হয়েছে  জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে এটি বিক্রি করতে হবে অথবা নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। তবে, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ওই আইনের প্রয়োগ ৭৫ দিনের জন্য স্থগিত করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিক্রির বিষয়ে তার প্রশাসন চারটি ভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং প্রতিটি গ্রুপই সম্ভাবনাময়।

সোমবার (১০ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ১৯ জানুয়ারি একটি আইন কার্যকর হয় যেখানে বলা হয়েছে  জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে এটি বিক্রি করতে হবে অথবা নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। তবে, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ওই আইনের প্রয়োগ ৭৫ দিনের জন্য স্থগিত করেন।

রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা চারটি ভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা করছি এবং অনেকেই এটি কিনতে চায়... প্রতিটি গ্রুপই যথেষ্ট ভালো।’

এ বিষয়ে টিকটক ও বাইটড্যান্স তাৎক্ষণিকভাবে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি।

টিকটকের বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকজন সম্ভাব্য ক্রেতার আগ্রহ সৃষ্টি হয়েছে। এর মধ্যে অন্যতম হলেন সাবেক লস অ্যাঞ্জেলেস ডজার্স মালিক ফ্রাঙ্ক ম্যাককোর্ট।

বিশ্লেষকদের মতে, দ্রুত বর্ধনশীল এই ব্যবসার মূল্য ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

টিকটকের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হলেও চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনো অনিশ্চিত। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কেননা এটি বিক্রির বাধ্যবাধকতার মুখে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিষয়টি কীভাবে এগোয়, সেটিই দেখার বিষয়।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৪ বার

এ সম্পর্কিত আরও খবর