১৪ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
১৪ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
টেলিটক সংস্কার ও পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহকসেবা মনিটরিং করার পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করাও প্রয়োজন।
তরুণদের জন্য জেন-জি প্যাকেজ চালুর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত টলিকম অপারেটর টেলিটক। সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে টেলিটকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়।
টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়ে এই প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন উপদেষ্টা।
বৈঠক সূত্রে জানাগেছে, প্রথমবারের মতো উপদেষ্টা নাহিদ টেলিটক অফিস পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তখন প্রতিষ্ঠানটির অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চেীধুরী তরুণদের জন্য জেন-জি প্যাকেজ চালু করার প্রস্তাব দেন। উপদেষ্টা প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এসময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, টেলিটক সংস্কার ও পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহকসেবা মনিটরিং করার পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করাও প্রয়োজন।
উপদেষ্টা ফাইভ-জি পাইলটিংয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে টেলিটক কর্মকর্তা বলেন, বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) এ মাসেই ফিজিবিলিটি স্ট্যাডির রিপোর্ট জমা দেবে।
বৈঠকে টেলিটক বাংলাদেশের অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন, সেলস অ্যান্ড মার্কেটিং মহাব্যবস্থাপক সালেহ মোঃ ফজলে রাব্বী, পরিকল্পনা ও বাস্তাবায়ন মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...