বুধবার

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ


টেলিকম

টেলিটক ডেটা প্যাকেজে ১০ শতাংশ মূল্য ছাড়

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, দুপুর ১১:৪০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

সম্প্রতি সরকারের অপর টেলিযোগাযোগ কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড ব্র্যান্ডউইথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিলে গ্রাহক পর্যায়ে এই সুবিধা পৌছেঁ দিতে ঈদের দিন হতে কার্যকর করা হবে বলে জানা গেছে। অপারেটরটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, ডাটা ট্যারিফ হ্রাসের ফলে মোবাইল ডাটা গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে।

ঈদে অধিকাংশ প্যাকেজে ১০ শতাংশ মূল্য কমিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

শুক্রবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। সম্প্রতি সরকারের অপর টেলিযোগাযোগ কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড ব্র্যান্ডউইথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিলে গ্রাহক পর্যায়ে এই সুবিধা পৌছেঁ দিতে ঈদের দিন হতে কার্যকর করা হবে বলে জানা গেছে। অপারেটরটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, ডাটা ট্যারিফ হ্রাসের ফলে মোবাইল ডাটা গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে।

এদিকে দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছানোর জন্য হাওড় ও দ্বীপাঞ্চলে টেলিটক নেটওয়ার্ক বিস্তার করেছে। দেশে ৪জি প্রযুক্তির বিস্তার এবং ৫জি প্রযুক্তি চালুর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। 

সংবাদটি পঠিত হয়েছে: ১৪৬ বার

এ সম্পর্কিত আরও খবর