ছবি: সংগৃহীত
ব্ল্যাকওয়েল গ্রাফিকস প্রসেসিং ইউনিটগুলো সার্ভার র্যাকগুলোর সঙ্গে সংযুক্ত হলে অতিরিক্ত তাপ উৎপন্ন করে। এই র্যাকগুলো ৭২টি চিপ ধারণ করার জন্য ডিজাইন করা হয়েছে।
চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রায় সব ডিভাইস তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহার করছে। সময়ের সাথে তাল মেলাতে চলতি বছরের মার্চের মাঝামাঝিতে এআই চিপ ‘বি ২০০’ উন্মোচন করলো টেক জায়ান্ট এনভিডিয়া।
কোম্পানিটির আগের চিপগুলোর তুলনায় নতুন চিপটির গতি ৩০ গুণ গতিশীল। এবারের বার্ষিক ডেভেলপার সম্মেলনে কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এই চিপ উন্মোচন করেন। চিপটি কোম্পানির ব্ল্যাকওয়েল প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত। হুয়াং বলেন, ‘ব্ল্যাকওয়েল কোনো চিপ নয় এটি একটি প্ল্যাটফর্ম।’
এদিকে এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল এআই চিপ যুক্ত সার্ভারগুলোতে অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে এর ফলে নতুন ডাটা সেন্টার যথাসময়ে চালু করা যাবে না বলে উদ্বেগ প্রকাশ করেছে কিছু সংখ্যক গ্রাহক।
সোমবার (১৮ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
রয়টার্সের প্রতিবেদন বলছে, ব্ল্যাকওয়েল গ্রাফিকস প্রসেসিং ইউনিটগুলো সার্ভার র্যাকগুলোর সঙ্গে সংযুক্ত হলে অতিরিক্ত তাপ উৎপন্ন করে। এই র্যাকগুলো ৭২টি চিপ ধারণ করার জন্য ডিজাইন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনভিডিয়ার কর্মী, গ্রাহক এবং সরবরাহকারীদের তথ্য অনুযায়ী, এনভিডিয়া তার সরবরাহকারীদের কয়েকবার র্যাকগুলোর ডিজাইন পরিবর্তন করতে বলেছে, যাতে তাপের সমস্যা সমাধান করা যায়।
এনভিডিয়ার মুখপাত্র সংবাদসংস্থা রয়টার্সকে বলেছেন, শীর্ষ ক্লাউড সেবা প্রদানকারীদের সঙ্গে কাজ করছে এনভিডিয়ার ইঞ্জিনিয়ারিং দল। ইঞ্জিনিয়ারিংয়ে যে পরিবর্তনগুলো হচ্ছে তা স্বাভাবিক।
রয়টার্সের খবরে জানানো হয়, গত মার্চ মাসে ব্ল্যাকওয়েল চিপ উন্মোচন করে এনভিডিয়া। এর আগে কোম্পানিটি জানিয়েছিল যে, সেগুলো দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) গ্রাহকের কাছে সরবরাহ করা হবে। তবে পরে এটি দেরিতে সরবরাহ করা হয় যা ফেসবুকের মূল কোম্পানি মেটা, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ও মাইক্রোসফটের মতো বিভিন্ন গ্রাহকদের ওপর প্রভাব ফেলে।
এনভিডিয়ার ব্ল্যাকওয়েল চিপটি আগের চিপের তুলনায় আরও শক্তিশালী এবং দ্রুত কাজ করতে সক্ষম। ব্ল্যাকওয়েল চিপ, এটি কাজের গতি বাড়ানোর জন্য দুটি সিলিকন টুকরো একত্রিত করে একটি নতুন চিপ তৈরি করেছে। এটি চ্যাটবট থেকে উত্তর প্রদান করার মতো কাজে ৩০ গুণ বেশি গতিশীল।
জানা গেছে, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়া হয়। কোম্পানিটি মূলত কম্পিউটার চিপ তৈরির জন্য পরিচিত ছিল। এসব চিপ কম্পিউটার গেমের গ্রাফিকসের জন্য ব্যবহার করা হতো। এআই প্রযুক্তির বিপ্লবের অনেক আগেই চিপগুলোতে বিভিন্ন ফিচার যুক্ত করে কোম্পানিটি। এসব ফিচার মেশিন লার্নিংয়ে সাহায্য করে। এই ধরনের চিপে বিনিয়োগের ফলে কোম্পানিটির শেয়ার এত বৃদ্ধি পেয়েছে।
এআই প্রযুক্তি বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য এনডিভিয়ার অবদান হিসাবে দেখা হচ্ছে। তবে এএমডি ও ইন্টেল মতো প্রতিদ্বন্দ্বীর জন্য এআই চিপ শিল্পের প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাচ্ছে। সূত্র: রয়টার্স
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...