মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংসে দেশে শীর্ষস্থানে ডিআইইউ

প্রকাশ: ১৮ জুন ২০২৫, দুপুর ৩:৫৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

টাইমস হায়ার এডুকেশন আজ বুধবার তালিকাটি প্রকাশ করে। বিশ্বের ২ হাজার ৩১৮টি এবং বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় রয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান পরিমাপ করে তালিকাটি তৈরি করা হয়।

টাইমস হায়ার এডুকেশনের ‘ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংস ২০২৫’ তালিকায় বাংলাদেশে শীর্ষে এবং বিশ্বে প্রথম ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

টাইমস হায়ার এডুকেশন আজ বুধবার তালিকাটি প্রকাশ করে। বিশ্বের ২ হাজার ৩১৮টি এবং বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় রয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান পরিমাপ করে তালিকাটি তৈরি করা হয়।

ডিআইইউ বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য মাইলফলক স্থাপন করেছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশ্ববিদ্যালয়টি মানসম্পন্ন শিক্ষা (এসডিজি-৪) শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৯তম, লক্ষ্য অর্জনে অংশীদারত্বে (এসডিজি-১৭) ১৯তম, উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে (এসডিজি-৮) ৩৩তম, দারিদ্র্যমুক্ততে (এসডিজি-১) ৩৬তম, ক্ষুধামুক্ততে (এসডিজি-২) ৫৩তম এবং বৈষম্য হ্রাসে (এসডিজি- ১০) ৬০তম স্থান অর্জন করেছে।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৮ বার

এ সম্পর্কিত আরও খবর