মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

স্যামসাংয়ের পরবর্তী ফোল্ডেবল ফোন আসছে যেদিন

প্রকাশ: ২৫ জুন ২০২৫, দুপুর ১:০৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: স্ক্রিনশট

ঘোষণার আগেই প্রি-অর্ডারের জন্য কিছু সুবিধা দিয়ে থাকে স্যামসাং। এই ক্ষেত্রে সেটি স্যামসাং ডটকমে কেনাকাটায় ৫০ ডলারের ছাড়।

আগামী ৯ জুলাই সম্ভবত নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ঘোষণা দেবে স্যামসাং। তেমন ইঙ্গিতই দিয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

পরবর্তী ‘আনপ্যাকড’ অনুষ্ঠানের দিনতারিখের ঘোষণায় স্যামসাং একটি ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। তাতে হালকা-পাতলা গড়নের ফোল্ডেবল স্মার্টফোনের আদল দেখা যায়। শেষে দেখায় ‘আলট্রা আনফোল্ডস’ শব্দদুটি। প্রতিষ্ঠানটি এর আগে ‘আলট্রা’ নামে নতুন একটি ফোল্ডেবল ফোনের ইঙ্গিত দিয়েছিল। সম্ভবত সে ফোনটিই দেখানো হবে এবারের অনপ্যাকডে।

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে ৯ জুলাই স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশে রাত ৮টা) শুরু হবে আনপ্যাকড। চাইলে স্যামসাংয়ের ইউটিউব চ্যানেলেও দেখার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়ে পোস্ট করা ভিডিওতে পাতলা ফোনের ইঙ্গিত রয়েছে। অবশ্য উড়োখবর তেমনটাই ছিল। তা ছাড়া, এ বছর ‘সুপার স্লিম’ ফোল্ডেবল ফোনের একটা চলও দেখা যাচ্ছে।

ঘোষণার আগেই প্রি-অর্ডারের জন্য কিছু সুবিধা দিয়ে থাকে স্যামসাং। এই ক্ষেত্রে সেটি স্যামসাং ডটকমে কেনাকাটায় ৫০ ডলারের ছাড়।

সংবাদটি পঠিত হয়েছে: ৭১ বার