৮ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
নিয়ন্ত্রক সংস্থা জানতে চেয়েছিল, অ্যাপটি কী ধরনের ব্যক্তিগত তথ্য নেয়, এসব তথ্য কোথা থেকে পায়, কী উদ্দেশ্যে ব্যবহার করে এবং এর আইনি ভিত্তি কী। এছাড়া, এই তথ্য চীনে রাখা হয় কিনা, সেটাও জানতে চাওয়া হয়েছিল।
ইতালিতে বন্ধ হলো সারা বিশ্বের আলোচিত প্রযুক্তি চীনের হ্যাংজু-ভিত্তিক এআই স্টার্টআপ ডিপসিক আর১ মডেল। বিশেষ কিছু উদ্ভাবনী প্রযুক্তিসুবিধা থাকায় চীনে তৈরি এআই মডেলটি সারা বিশ্বের মানুষের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।
তবে ইতালিতে কার্যক্রম শুরু করলেও বেশি সুবিধা করতে পারল না চীনভিত্তিক এআই চ্যাটবট মডেলটি।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালির গোপনীয়তা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা গারান্তে ব্যক্তিগত তথ্যের ব্যবহারের বিষয়ে তথ্য চাওয়া হলে দেশটিতে ডিপসিক অ্যাপ বন্ধ করে দেওয়া হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নিয়ন্ত্রক সংস্থা জানতে চেয়েছিল, অ্যাপটি কী ধরনের ব্যক্তিগত তথ্য নেয়, এসব তথ্য কোথা থেকে পায়, কী উদ্দেশ্যে ব্যবহার করে এবং এর আইনি ভিত্তি কী। এছাড়া, এই তথ্য চীনে রাখা হয় কিনা, সেটাও জানতে চাওয়া হয়েছিল।
সংস্থাটি বলেছে, ডিপসিকের চ্যাটবট পরিষেবা দেওয়া চীনা কোম্পানিগুলো যথেষ্ট তথ্য দেয়নি। তাই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য রক্ষা করতে তারা এই ব্যবস্থা নিয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং তারা আনুষ্ঠানিক তদন্তও শুরু করেছে।
ডিপসিক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...