মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

শুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার, থাকছে নানা আয়োজন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, দুপুর ১১:১০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বিসিএস কম্পিউটার সিটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। তাই এবারের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পণ্য কিনলেই বেশি মূল্যছাড় ও উপহার পাওয়া যাবে। শুধু তা-ই নয়, র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিভিন্ন পুরস্কার জেতারও সুযোগ থাকবে। এর পাশাপাশি মেলার বিভিন্ন পৃষ্ঠপোষক গেমিং প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। শুক্রবার হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে আজ সোমবার শুরু হচ্ছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’ নামের কম্পিউটার মেলা।

বিসিএস কম্পিউটার সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ছয় দিনের এই মেলা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে।

মেলা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এল মাজহার ইমাম চৌধুরী বলেন, ‘বিসিএস কম্পিউটার সিটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। তাই এবারের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পণ্য কিনলেই বেশি মূল্যছাড় ও উপহার পাওয়া যাবে। শুধু তা-ই নয়, র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিভিন্ন পুরস্কার জেতারও সুযোগ থাকবে। এর পাশাপাশি মেলার বিভিন্ন পৃষ্ঠপোষক গেমিং প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। শুক্রবার হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

আজ বেলা ১১টায় মেলার উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, রায়ান্স আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার, ইউনাইটেড কম্পিউটার সেন্টারের ব্যবস্থাপনা অংশীদার সারোয়ার মাহমুদ খান।

সংবাদটি পঠিত হয়েছে: ৮১ বার

এ সম্পর্কিত আরও খবর