২১ মিনিট আগে
২ ঘন্টা আগে
১ দিন আগে
ছবি: সংগৃহীত
গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন, গুগল আই/ও হলো গুগলের একটি বড় প্রযুক্তিগত ইভেন্ট যেখানে ডেভেলপাররা গুগলের নতুন প্রযুক্তি, সফটওয়্যার, টুলস, এবং প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এই সম্মেলনে গুগল তাদের নতুন প্রোডাক্ট, সেবা, এবং উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে থাকে।
প্রযুক্তিপ্রেমীদের জন্য এবার গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’ অনুষ্ঠিত হচ্ছে আগামী ২০-২১ মে।
গুগল সদর দফতর থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউর শোরলাইন অ্যাম্পিথিয়েটারে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন, গুগল আই/ও হলো গুগলের একটি বড় প্রযুক্তিগত ইভেন্ট যেখানে ডেভেলপাররা গুগলের নতুন প্রযুক্তি, সফটওয়্যার, টুলস, এবং প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এই সম্মেলনে গুগল তাদের নতুন প্রোডাক্ট, সেবা, এবং উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে থাকে।
আই/ও সাধারণত ডেভেলপারদের জন্য বিশেষ করে আয়োজিত হয়, তবে এতে গুগলের অন্যান্য আপডেট এবং এআই, ক্লাউড, মোবাইল ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন, এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে সেশন ও আলোচনাও থাকে।
প্রতিবেদনে জানানো হয়, এই সম্মেলন দুই দিন চলবে। আয়োজনে দর্শক ও ডেভেলপারদের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক সেশন থাকছে। ২০ মে সকালে উদ্বোধনী বক্তব্য দেবেন গুগলের সিইও সুন্দর পিচাই। এরপর ধারাবাহিকভাবে ডেভেলপারদের জন্য বিশেষ সেশন শুরু হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, গতবারের সম্মেলনে গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এবারও নতুন এআই ঘোষণা আসতে পারে। বাজারে মাইক্রোসফট, ওপেনএআই ও ডিপসিকের সঙ্গে প্রতিযোগিতা বাড়ায় গুগল এআই উন্নয়নে আরও মনোযোগ দিচ্ছে। আই/ও ২০২৫ ওয়েবসাইট ইতোমধ্যে চালু হয়েছে, যেখানে আগের বছরের কিছু ডেভেলপার কনটেন্ট, যেমন গেমা, গুগল এআই স্টুডিও ও নোটবুকএলএম পাওয়া যাবে।
এনভিডিয়ার জিটিসি (১৭-২১ মার্চ) দিয়ে ডেভেলপার সম্মেলনের মৌসুম শুরু হবে, এরপর মাইক্রোসফট বিল্ড (১৯-২২ মে) ও অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি (জুনে) আসবে। তাই গুগলকে এবার কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। সূত্র: টেকক্রাঞ্চ
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...