বুধবার

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ


খবর

সুইডিশ ক্রিকেট বোর্ড সদস্য ও সচিব বাংলাদেশি তথ্য প্রযুক্তিবিদ আতিকুর পুনঃনির্বাচিত

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, দুপুর ১১:১৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

আতিকুর রহমান ২০২২ সাল থেকে সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি প্রথম বাংলাদেশি-সুইডিশ নাগরিক যিনি এই মর্যাদায় পুনরায় নির্বাচিত হলেন।

সুইডেন ক্রিকেটে বরাবরই নেতৃত্ব দিয়ে আসছে প্রবাসী বাংলাদেশিরা। দেশটির জাতীয় দলে খেলছেন একাধিক বাংলাদেশি। সেই সঙ্গে বাংলাদেশিদের পরিচালিত একাধিক ক্রিকেট ক্লাবও রয়েছে দেশটিতে। ২০২৩ সালে  তিনিই প্রথম বাংলাদেশি সুইডিশ নাগরিক হিসেবে দেশটির ক্রিকেট বোর্ড সদস্য ও সচিব নির্বাচিত হয়েছেন।

এবার ২০২৫ থেকে ২০২৯ মেয়াদের জন্য সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশি তথ্য প্রযুক্তিবিদ আতিকুর রহমান।

শনিবার (৫ এপ্রিল), গোথেনবার্গে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৮২ জন ভোটার ছিলেন। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। তারিক জুওয়াকের নেতৃত্বাধীন জয় অর্জন করে। উল্লেখ্য, আতিকুর রহমান সর্বোচ্চ ৬৫টি ব্যক্তি র্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

আতিকুর রহমান ২০২২ সাল থেকে সুইডিশ ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি প্রথম বাংলাদেশি-সুইডিশ নাগরিক যিনি এই মর্যাদায় পুনরায় নির্বাচিত হলেন।

বাংলাদেশে জন্মগ্রহণ করা আতিকুর ২০১০ সালে সুইডেনে আসেন এবং ইউনিভার্সিটি অব বোরার্স ডিগ্রি অর্জন করেন।

তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর করতে আতিকুর রহমান ২০১০ সালে বাংলাদেশ থেকে সুইডেনে পাড়ি জামান। সুইডেনের লজেন্ট গ্রুপের আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করা আতিকুর রহমান বেশ কয়েক বছর ধরে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন  সুইডেন ক্রিকেটে। এর আগে আতিকুর সুইডেনের বোরস ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি লজেন্ট গ্রুপ সুইডেনে আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

আতিকুর রহমানের রয়েছে ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা ও অভিজ্ঞতা। তিনি সুইডেনে ক্রিয়ভাবে যুক্ত আছেন এবং Borås Cricket Klubb-এর প্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্য সচিব হিসেবে তাঁর চলমান দায়িত্বে তিনি সুইডিশ ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কার্যক্রম দেখাশোনা করবেন। সেসাথে ক্রিকেটের বিকাশ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বোর্ড অব ডিরেক্টরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অংশগ্রহণ বৃদ্ধি এবং ক্রিকেটকে বৃহত্তর জনগণের মধ্যে জনপ্রিয় করতে কাজ করবেন।

আতিকুর রহমান বলেন,‘‘পুনরায় নির্বাচিত হয়ে আমি সম্মানিত এবং অত্যন্ত উচ্ছ্বসিত। ২০২৫ থেকে ২০১৯ মেয়াদে সুইডিশ ক্রিকেটের সেবা অব্যাহত রাখতে পারা একটি বড় দায়িত্ব ও গর্বের বিষয়। এই যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ এবং সুইডেনে ক্রিকেটকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে আমরা সবাই মিলে কাজ করে যাব। এখানে ক্রিকেটের শিকড় দৃঢ় এবং আমি এই খেলাটির আরও বিকাশ ও স্বীকৃতি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’’

সুইডিশ ক্রিকেট বোর্ডের সভাপতি তারিক জুওয়াক বলেন, ‘‘আমরা আনন্দিত যে আতিকুর রহমান আবারও বোর্ড সদস্য হিসেবে আমাদের সঙ্গে থাকছেন। তিনি সুইডিশ ক্রিকেটের উন্নয়নে এক অসাধারণ অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন। ক্রিকেট সম্পর্কে তাঁর গভীর জ্ঞান আমাদের বোর্ডের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।’’
 

সংবাদটি পঠিত হয়েছে: ৬৫ বার

এ সম্পর্কিত আরও খবর