ছবি: সংগৃহীত
প্রশিক্ষণে ইন্ফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট (বরিশাল), টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউট (টাঙ্গাইল), ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট (ফরিদপুর), শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট (শরীয়তপুর) এবং রংপুর সিটি ইন্সটিটিউট অব টেকনোলজির (রংপুর) শিক্ষার্থীরা অংশ নেন।
ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট টেকনিক্যাল ট্রেনিংয়ের অংশ হিসেবে আইসিসি টেলিসার্ভিসেস লিমিটেড থেকে প্রায় তিন মাসব্যাপী বাস্তবমুখী লাইভ নেটওয়ার্ক ডেপ্লয়মেন্ট বিষয়ে কারিগরি জনসম্পদে পরিণত হলেন দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী।
সফলভাবে নেটওয়ার্কিং, প্রোগ্রামিং ও গ্রাফিক্স বিষয়ে প্রশিক্ষণ শেষে শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর পল্লবীর এসএন সেন্টারে প্রশিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ সময় দুই প্রশিক্ষক পিয়ারএক্স নেটওয়ার্ক লিমিটেডের সিনিয়র প্রকৌশলী মাহফুজুল ইসলাম ও প্রকৌশলী মোঃ হুসাইন এবং চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) আব্দুর রাজ্জাক এবং সিএমও নূর হুদা তালুকদার উপস্থিত ছিলেন।
জানাগেছে, প্রশিক্ষণে ইন্ফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট (বরিশাল), টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউট (টাঙ্গাইল), ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট (ফরিদপুর), শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট (শরীয়তপুর) এবং রংপুর সিটি ইন্সটিটিউট অব টেকনোলজির (রংপুর) শিক্ষার্থীরা অংশ নেন।
প্রসঙ্গত, আইসিসি কমিউনিকেশন লিমিটেড (একটি জাতীয় আইএসপি) এবং পিয়ারএক্স নেটওয়ার্ক লিমিটেড (আইআইজি)-এর সিস্টার কনসার্ন আইসিসি টেলিসার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিংয়ের পাশাপাশি নেটওয়ার্কিং, প্রোগ্রামিং ও গ্রাফিক্স প্রশিক্ষণ নিয়ে সহজে কর্মসংস্থান প্রাপ্তি এবং উদ্যোক্তা হওয়ার দীক্ষা পাচ্ছেন জেন-জি তরুণেরা। দেশ পাচ্ছে কারিগরি দক্ষতা সম্পন্ন জনসম্পদ।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...