মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


টেলিকম

শ্রমিক কল্যাণ তহবিলে সোয়া ২৪ কোটি টাকার চেক দিলো গ্রামীণফোন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:১৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে চেকটি তুলে দেন গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দা তাহিয়া হোসেন।

অন্তবর্তীকালীন সরকারের সময়ে প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ তহবিলে প্রায় সোয়া ২৪ কোটি টাকা দিলো দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন।

রবিবার  (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে অপারেটরটির শ্রমিক কল্যাণ তহবিলে প্রদত্ত লভ্যাংশের নির্ধারিত অংশ বাবাদ ২৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৪৪২ টাকার একটি ডামি চেক হস্তান্তর করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে চেকটি তুলে দেন গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দা তাহিয়া হোসেন।

এসময় শ্রম ও কর্মসংস্থান সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক তরিকুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ফাহমিদা আখতারসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৩৯ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

আইসিএসবি সম্মাননা পেল রবি

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪