বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


ট্রেন্ডিং

সৌদি আরবে চলছে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১:০৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

প্রতিযোগীদের পাশাপাশি বিজ্ঞানী ও এআই গবেষকদেরও সমাবেশ ঘটবে এআই অলিম্পিয়াডে। অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে ৪ সদস্যের একটি দল প্রতিযোগিতায় অংশ নিবে। প্রতিটি প্রতিযোগী বৈজ্ঞানিক ও এআই সমস্যা সমাধানের চ্যালেঞ্জে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বীতা করবে।

তরুণদের এআই প্রযুক্তিতে নিজেদের দক্ষ হতে উৎসাহিত করতে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড। বিশ্বের ২৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এআই অলিম্পিয়াড চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

ইভেন্টটির আয়োজক সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথোরিটি। আয়োজনে সহযোগীতায় আছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ অ্যান্ড এথিক্স এবং স্লোভেনিয়ায় অবস্থিত ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

এআই অলিম্পিয়াড হলো এআই নিয়ে প্রতিযোগিতার একটি প্ল্যাটফর্ম। এআই নিয়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরির পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদের মাঝে এআই প্রতিভার লালন করা এবং এআই প্রযুক্তিতে দক্ষ হতে তাদেরকে উৎসাহিত করা।

প্রতিযোগীদের পাশাপাশি বিজ্ঞানী ও এআই গবেষকদেরও সমাবেশ ঘটবে এআই অলিম্পিয়াডে। অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে ৪ সদস্যের একটি দল প্রতিযোগিতায় অংশ নিবে। প্রতিটি প্রতিযোগী বৈজ্ঞানিক ও এআই সমস্যা সমাধানের চ্যালেঞ্জে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বীতা করবে। সূত্র: গালফ নিউজ।

সংবাদটি পঠিত হয়েছে: ৬০ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ, কখন হবে?

প্রকাশ: ২ অক্টোবর ২০২৪